সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছিল বম্বে হাই কোর্ট। এবার সেই রায়ে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালতও। সুপ্রিম কোর্টে এক ভোটার চেতন আহিরের আবেদনে ২০২৪ সালের নির্বাচনে পদ্ধতিগত অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। যেখানে বিরোধীদের দাবি ছিল যে, ভোটগ্রহণের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও জাল ভোট দেওয়া হয়েছে।
আবেদনকারী দাবি করেছেন, নির্বাচন কমিশনের যথাযথ তত্ত্বাবধান ছাড়াই সন্ধ্যা ৬টার পরে ৭৬ লক্ষেরও বেশি ভোট পড়েছে। যদিও হাই কোর্ট পূর্বে আবেদনটিকে ‘আইনি প্রক্রিয়ার চরম অপব্যবহার’ বলে অভিহিত করেছিল। এবং ২৮৮টি আসনের পুরো নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ওই মামলাকারীর আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিল। এবারও বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি নংমেইকাপাম কোটীশ্বর সিং-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ আবেদনকারীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। শুনানির পর দিল্লিতে আহিরের আইনজীবী এবং বিক্ষুব্ধ বহুজন আঘাড়ির প্রধান প্রকাশ আম্বেদকর বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট আবেদনটিও শোনেনি।”
এর আগে, বম্বে হাই কোর্ট উল্লেখ করেছিল যে, আবেদনটি তৃতীয় পক্ষের তথ্যের উপর নির্ভরশীল। আইনজীবী প্রকাশ আম্বেদকর বলেন, “প্রশ্নটি ছিল চেতন আহির কে, এ নিয়েই। আমরা বলেছিলাম যে তিনি দেশের একজন নাগরিক এবং একজন ভোটার। কিন্তু দুর্ভাগ্যবশত আদালত তা শোনেনি। যদি এই প্রবণতা চলতে থাকে, যেখানে একজন নাগরিক এবং একজন ভোটার কোনও আবেদন বা আপিল দায়ের করতে পারবেন না, তাহলে আগামী দিনে কেউ আবেদন দায়ের করবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.