Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

দ্রুত শুনানির আর্জি লিখিতভাবেই, দায়িত্ব নিয়েই ‘সুপ্রিম’ নিয়মে বড় বদল প্রধান বিচারপতির

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চল ছিল।

Supreme Court to disallow oral mentioning for urgent hearing of cases

বিচারপতি সঞ্জীব খান্না।

Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2024 5:08 pm
  • Updated:November 12, 2024 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মৌখিকভাবে নয়। এবার থেকে সুপ্রিম কোর্টে যে কোনও মামলার দ্রুত শুনানির আর্জি জানাতে হলে, সেটা জানাতে হবে লিখিতভাবেই। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েই চন্দ্রচূড়ের আমলের নিয়মে বদল আনলেন বিচারপতি সঞ্জীব খান্না। শুধু তাই নয়, কোনও মামলার দ্রুত শুনানি চাইলে ঠিক কী কারণে দ্রুত শুনানি চাওয়া হচ্ছে, সেটাও স্পষ্ট করতে বলা হয়েছে।

Advertisement

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চল ছিল। কোনও মামলার দ্রুত শুনানি চাইলে আইনজীবীরা মৌখিকভাবে সেটা জানাতে পারতেন। সচরাচর দ্রুত শুনানির আর্জি জানানো হয়, কোনও জরুরি রাজনৈতিক মামলা, গ্রেপ্তারির আশঙ্কা, বা নির্মাণ ভাঙার মতো গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। এতদিন সেটা মৌখিকভাবে জানানো যেত।

নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঠিক করে দিলেন এবার থেকে কোনও মামলার দ্রুত শুনানির জন্য ইমেলের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট স্লিপেই আবেদন করতে হবে। মৌখিক আবেদন গ্রহণ করা হবে না। যার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিতে বদল আসতে চলেছে।

সোমবার দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। গত ১৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তার পর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্র। অবশেষে ১১ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব। আগামী সাত মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর নেবেন। দায়িত্ব নিয়েই কড়া নিয়ম করার ইঙ্গিত দিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ