Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

শিক্ষা ব্যবস্থায় গলদ! খড়গপুর আইআইটি ও নয়ড়ার পড়ুয়ার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় কিছু গলদ রয়েছে এই মর্মে মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত।

Supreme Court took suo motu cognisance of student death in two Educational institution

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 21, 2025 7:43 pm
  • Updated:July 21, 2025 8:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পরপর পড়ুয়া মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট। খড়গপুর আইআইটি ও নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রিপোর্টও তলব করেছে আদালত। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় কিছু গলদ রয়েছে এই মর্মে মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত।

Advertisement

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চে মামলাটি ওঠে। এই দুই কলেজে পড়ুয়া মৃত্যুর পর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে কি না, থানায় এফআইআর দায়ের করা হয়েছে কি না, তাও জানতে চেয়েছে আদালত। কারণ, সুপ্রিম কোর্টের রায় আছে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে। এই দু’টি ক্ষেত্রে তা না করা হলে প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হতে পারে।

উল্লেখ্য, দিনকয়েক আগে খড়গপুর আইআইটিতে চতুর্থ বর্ষের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। গত সাত মাসে চতুর্থ বার পড়ুয়ার মৃত্যু হল আইআইটিতে। তা নজরে আসে আদালতের। এছাড়াও নয়ডার একটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয়। হস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তাতে এক শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে আগুল তুলে গিয়েছেন ওই ছাত্রী।

এরপরই প্রশ্ন তুলে প্রতিষ্ঠানগুলিতে কী হচ্ছে জানতে চেয়ে সুয়োমটো মামলা করেছে দেশের শীর্ষ আদালত। শুনানিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে রিপোর্ট চেয়েছেন দুই বিচারপতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ