Advertisement
Advertisement

Breaking News

NEET-PG

ফের বিতর্কে নিট-পিজি! দুই শিফটে পরীক্ষা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী ১৫ জুন দুই শিফটে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল।

Supreme Court turns down NBE's request to hold NEET-PG in 2-shifts
Published by: Subhajit Mandal
  • Posted:May 31, 2025 11:37 am
  • Updated:May 31, 2025 11:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই শিফটে নিট-পিজি পরীক্ষার আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। এমন ভাবনা যে কার্যত ‘স্বৈরাচার’ সেই মন্তব্যও করল দেশের শীর্ষ আদালত।

Advertisement

আগামী ১৫ জুন দুই শিফটে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু ২টি শিফটেই পরীক্ষা নেওয়ার বিরোধিতা করেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুক্রবার এই মামলায় সর্বোচ্চ আদালত পরীক্ষা একটি শিফটে করার জন্য নির্দেশ দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন (এনবিই)-কে।

নিট পরীক্ষার্থীদের দাবি ছিল, গত বছরের দ্বিতীয় শিফটে প্রশ্নপত্র অস্বাভাবিক কঠিন হয়েছিল। দুই শিফটে প্রশ্নপত্রের মান কখনও এক হতে পারে না বলে দাবি করা হয়েছিল তাঁদের পক্ষ থেকে। একটি শিফটে পরীক্ষা নেওয়ার জন্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক-এর তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও একটি চিঠি দেওয়া হয়েছিল। এ বার দরবার সুপ্রিম কোর্টে। তা নিয়েই এই বড় নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় একটি শিফটেই স্বচ্ছভাবে যাতে এই পরীক্ষা নেওয়া হয় সে বিষয়ে নজর দিতে। যেহেতু পরীক্ষা ১৫ জুন, তাই একটি শিফটে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিতে এনবিই-র কাছে সময় আছে বলে পর্যবেক্ষণ আদালতের।

আদালতের পর্যবেক্ষণ, দুটি শিফটের প্রশ্নপ্রত্র কখনও একইরকম কঠিন বা সহজ হতে পারে না। আদালত আরও জানায়, দেশ যেভাবে প্রযুক্তিগতভাবে উন্নত, তাতে গোটা দেশে একটি শিফটে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত সেন্টার পাচ্ছে না আয়োজক সংস্থা, এই যুক্তি মানতে রাজি নয় আদালত। এ দিন আদালত জানায়, একটি শিফটেই পরীক্ষা নিতে হবে। বাড়াতে হবে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। যদি প্রয়োজন হয় আদালতের অনুমতি নিয়ে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ