Advertisement
Advertisement

Breaking News

Delhi

সাতসকালে দিল্লির চাণক্যপুরীতে পথচারীকে পিষল এসইউভি, আহত আরও ১

আহত ব্যক্তি দিল্লি এইমসে চিকিৎসাধীন।

SUV crushes pedestrian at Delhi 1 more injured
Published by: Subhankar Patra
  • Posted:August 10, 2025 12:39 pm
  • Updated:August 10, 2025 1:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে রবিবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! এসইউভি গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর। আহত আরও এক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।

Advertisement

ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চাণক্যপুরী এলাকায়। এদিন সকালে তীব্র গতিতে ছুটে আসা একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত দিয়ে হাঁটা দুই ব্যক্তিকে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন পথচলতি ও স্থানীয়রা। আসে পুলিশও।

আহত দু’জনকে উদ্ধার করে দিল্লি এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন সেখানেই চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি উত্তরপ্রদেশের। চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। ধৃত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছিয়েছে ক্রাইম ও ফরেনসিক দল। দুর্ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লি পুলিশেরই তথ্য বলছে, ২০২৫ সালেই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে, দিল্লিতে ২,২৩৫টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা ২,১৮৭ জন। এর মধ্যে ৫৫৬টি দুর্ঘটনা ভয়াবহ। ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে চলতি বছরের মার্চ মাসেই ১৩৭টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। তবে পুলিশের দাবি, গত বছরের তুলনায় এই সময়কালে দুর্ঘটনা কমেছে। ২০২৪ সালে এই পাঁচ মাসে ১৩.৪ শতাংশ বেশি দুর্ঘটনা ঘটেছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ