সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে থমথমে জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ রবিবার সকালে ওই এলাকায় এনকাউন্টারে মোট ৬ জঙ্গি নিকেশ হয়েছে৷ শহিদ এক সেনা জওয়ান৷
সোপিয়ানের কাপরানের বাতাগুন্ড এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপনসূত্রে খবর পায় সেনা জওয়ানরা৷ সেই অনুযায়ী ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ তল্লাশি চলার সময় জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ৷ প্রায় রাতভর চলে দুপক্ষের গুলির লড়াই৷
রবিবার ভোরে একে একে চার জঙ্গির দেহের খোঁজে মেলে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও দুই জঙ্গিকে নিকেশ করে সেনা৷ এদিনের এনকাউন্টারে একজন সেনা জওয়ান শহিদ হন৷
: Shopian encounter concludes. Total six terrorists neutralised, one security personnel also died in action. Weapons and warlike stores recovered.
— ANI (@ANI)
নিকেশ হওয়া ওই জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে৷ নিকেশ হওয়া ওই জঙ্গি আজাদ আহমেদ মালিক৷ সেনা সূত্রে খবর, সাংবাদিক সুজাত বুখারি খুনে যোগ রয়েছে ওই জঙ্গির৷ এই অপারেশনে খতম করা হয়েছে আরও পাঁচ সন্ত্রাসবাদীকে৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি৷ তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনও অজানা৷ খতম ওই ছয় জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
: Mobile internet services have been suspended in south Kashmir’s Shopian district. Four terrorists have been neutralised in an encounter with security forces which broke out in Kapran Batagund area of the district this morning.
— ANI (@ANI)
এই ঘটনার ঠিক দু’দিন আগে শুক্রবার অনন্তনাগেও জঙ্গিদমন অভিযান করে ভারতীয় সেনা৷ বিজবেহরার জঙ্গলে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ওই অপারেশনে বড়সড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ একে একে খতম হয় ছজন জঙ্গি৷ তাদের কাছ থেকেও প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তার আগে সোপিয়ানেও তল্লাশি চালিয়ে চার জঙ্গিকে খতম করে সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.