স্টাফ রিপোর্টার: ক্যালসিয়াম কার্বনেট ট্যাবলেট। তাতে ক্যালসিয়ামের অস্তিত্বই নেই। কলকাতার ল্যাবরেটরিতে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরির আধিকারিকদের। মোট ৩৪টি ওষুধকে ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা নিকৃষ্ট মানের তালিকাভুক্ত করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তার মধ্যে রয়েছে কলকাতা থেকে বাজেয়াপ্ত অস্থিসন্ধির গুরুত্বপূর্ণ ওষুধ। উপাদান হিসাবে যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট (৫০০ এমজি), ভিটামিন ডি থ্রি (২৫০ আইইউ)। ব্যাচ নম্বর GTA1350।
কলকাতায় বাজেয়াপ্ত এই নিকৃষ্ট মানের ওষুধ এসেছে গুজরাট থেকে। ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, নিম্নমানের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম গিডসা ফার্মাসিউটিক্যাল। সংস্থার কারখানার ঠিকানা প্লট নম্বর ৬১১, ৬১২, খারেদি দাহোড় ৩৮৯১৫১, গুজরাট। কোন পথে গুজরাট থেকে নিম্নমানের ওষুধ ঢুকল বাংলায়? তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। এদিকে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড মোট ৩৪টি ওষুধকে এনএসকিউ বা নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি-র তালিকায় নথিভুক্ত করেছে। তার মধ্যে রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ওষুধ। অতিপরিচিত ট্যাবলেটও অ্যাম্পিসিলিন প্যারাসিটামল ল্যাবরেটরিতে মান পরীক্ষায় পাস করতে পারেনি। নিম্নমানের সেই প্যারাসিটামল এসেছে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। এ ছাড়াও নট স্ট্যান্ডার্ড কোয়ালিটির তালিকায় রয়েছে পেটে পরজীবী সংক্রমণের ট্যাবলেট অ্যালবেকাল ৪০০, পেটে সংক্রমণের মেট্রোনিডাজোল ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্রাইহাইড্রেট, অ্যামক্সিসিলিন পটাশিয়াল ক্লভুলানেট ট্যাবলেট। অধিকাংশ খারাপ মানের ওষুধ তৈরির কারখানা হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশে।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে প্রতিটি নিকৃষ্ট মানের ওষুধের ব্যাচ নম্বর প্রকাশ করা হয়েছে। সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটি রাজ্যের পাইকারি এবং খুচরো বিক্রেতার কাছে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, এই ওষুধগুলি যেন কোনওভাবে বেচাকেনা না হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.