সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্স ইস্যুতে মধ্যপ্রদেশের স্থাপত্যের উদাহরণ টেনে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP MOhua Moitra)। বৃহস্পতিবার সকালে খাজুরাহোর মন্দিরের স্থাপত্যের ছবি পোস্ট করেন তিনি। খাজুরাহোর মন্দিরের দেওয়ালের ওই স্থাপত্যে যৌনমিলন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেই ছবিকে হাতিয়ার করে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে তৃণমূল সাংসদের খোঁচা, “বিজেপির শাসনকালে আর কত কী দেখব!”
নেটফ্লিক্সের (Netflix) ওয়েবসিরিজ ‘এ সুইটেবল বয়‘-এর এক চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এমনকী, ওই ওটিটি প্ল্যাটফর্মের দুই আধিকারকিকের বিরুদ্ধে এফআইআর করেছে মধ্যপ্রদেশ পুলিশ। এই ঘটনায় শিল্পের স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার এই ই্স্যুতে সরব বলেন তৃণমূল সাংসদও।
Irony dies a 1000 deaths under @BJP
MP govt asks police to check Netflix series for kissing scenes filmed in temple & if it hurt sentimentsMeanwhile, in Khajuraho just 300 km away from state capital…
— Mahua Moitra (@MahuaMoitra)
উল্লেখ্য, মীরা নায়ার পরিচালিত ‘এ সুইটেবল বয়’ (A Suitable Boy) ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। সেখানেই একটি দৃশ্যে দেখানো হয়েছে, মন্দিরের মধ্যে গভীর চুম্বনে লিপ্ত হিন্দু তরুণী ও এক মুসলিম যুবক। তাতেই সরগরম নেটদুনিয়া। এই ওয়েব সিরিজটি লাভ জেহাদকে সমর্থন করছে বলে অভিযোগ ওঠে। নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। এমনকী, এই ওটিটি প্ল্যাটফর্ম বয়কটেরও (Boycott) ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে হইচই হতেই মধ্যপ্রদেশের রেওয়া থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারি। দৃশ্যটি সরিয়ে দিয়ে নেটফ্লিক্সকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.