নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের শেষদিনও সংসদ চত্বরে বাংলা ও বাঙালির হেনস্তা ইস্যুতে সংসদে প্রতিবাদ তৃণমূলের। তবে অন্যদিকের তুলনায় বৃহস্পতিবারের বিক্ষোভের ধরনটা একটু অন্য ধরনের। শুধু সংসদ চত্বরেও দাঁড়িয়ে স্লোগান নয়, এদিন জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের গান গেয়ে গোটা সংসদ চত্বর পরিভ্রমণ করেছেন তৃণমূল সাংসদরা।
বাংলা ভাষা ও বাঙালির উপর ভিনরাজ্যে হেনস্তা, ‘বাংলাদেশি’ সন্দেহে ধরপাকড়, ‘পুশব্যাক’ বিতর্কে কেন্দ্র বিরোধী প্রতিবাদে আলোড়ন পড়েছে গোটা দেশেই। বাংলার শাসকদল তৃণমূল সর্বপ্রথম বিষয়টি নিয়ে সরব হয়। ধীরে ধীরে ভাষা-সন্ত্রাস নিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলিও। সংসদের বাদল অধিবেশনে প্রায় প্রতিদিনই তৃণমূল সাংসদরা এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবারও ব্যতিক্রম হল না। অধিবেশন শুরুর আগে হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা। ‘বাংলার অপমান মানছি না, মানব না’ বলে সমস্বরে স্লোগান তোলেন ছিলেন মহুয়া মৈত্র, মৌসম নূর, জুন মালিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এখানেই শেষ নয়, সংসদ চত্বরে দৃপ্তকণ্ঠে রবীন্দ্রনাথের কবিতাও আবৃত্তি করে শোনান ঋতব্রত।
বস্তুত বাংলা এবং বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদের মঞ্চ হিসাবে সংসদকেই বেছে নিয়েছে বাংলার শাসকদল। অধিবেশনের প্রায় প্রতিদিনই এই ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। স্লোগান, পোস্টার সবই হয়েছে। একাধিক ক্ষেত্রে শরিক দলের সদস্যরাও ওই বিক্ষোভে শামিল হয়েছেন। তবে বুধবারের বিক্ষোভ অভিনবত্বের দাবি রাখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.