Advertisement
Advertisement
TMC

ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লিতে ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রস্তুতি, কংগ্রেস-সহ বিরোধীদের সঙ্গে কথা তৃণমূলের

সংসদের ভিতরে তো বটেই বাইরেও বড়সড় কর্মসূচির পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসকদল।

TMC to arrange massive protest on special intensive revision issue, discuss with Congress
Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2025 4:56 pm
  • Updated:June 29, 2025 4:56 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশন গৃহীত নেওয়া স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের সিদ্ধান্ত রুখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। এই রিভিশনের মাধ্যমে ঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ তৃণমূলের। এই অভিযোগকে সামনে রেখে এবার দিল্লিতে আক্রমণের ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল। বিরোধীদের ঐক্যবদ্ধ করে এ নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে পারে রাজ্যের শাসকদল।

ভোটার তালিকায় ‘স্বচ্ছতা’ আনার লক্ষ্যে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’। যার বেশ কিছু নিয়মাবলি নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের শাসকদলের অভিযোগ, বাংলায় নিজেদের ভরাডুবি বুঝতে পেরে নির্বাচন কমিশনকে তৃণমূলের ব্যবহার করছে বিজেপি।

একদিন আগেই দিল্লি এবং কলকাতায় একযোগে সাংবাদিক বৈঠক করে কমিশনের সিদ্ধান্তকে তোপ দাগে তৃণমূল। অতীতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নামও ঢোকানো হয়েছিল বলেও সরব হয়েছিল তৃণমূল। এই সমস্ত কিছুই বিজেপির ষড়যন্ত্র যা তারা কমিশনের মাধ্যমে কার্যকর করতে চাইছে বলেই মনে করছে তৃণমূল শিবির। তাই প্রধান বিরোধী দল কংগ্রেস-সহ জাতীয় স্তরের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তথা ইন্ডিয়া জোটকে একত্রিত করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামাতে চাইছে তৃণমূল। অন্যদিকে রাজ্যের ব্লক স্তর পর্যন্ত জনমত গঠন করে এই সিদ্ধান্তের বিরোধিতায় শীঘ্রই মাঠে নামতে চলেছে রাজ্যের শাসকদল।

সূত্রের খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ২১ তারিখ থেকে সংসদের যে বাদল অধিবেশন শুরু হতে চলেছে, তাতে সংসদের অন্দরে এনিয়ে সরব হবে গোটা বিরোধী শিবির। এখানেই শেষ নয়, তার আগেই জুলাই মাসের মাঝামাঝি ঐক্যবদ্ধ বিরোধী শিবির এই ইস্যুতে জাতীয় স্তরে বড়সড় কর্মসূচি গ্রহণ করতে চলেছে। এনিয়ে ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির প্রস্তুতিও শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement