Advertisement
Advertisement

Breaking News

Constitutional Amendment Bill

জেপিসি ‘নাটক’, সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটিতে থাকছে না তৃণমূল

বিলটির বিরুদ্ধে বাদল অধিবেশনে সবার আগে আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলকেই।

TMC to not join JPC on Constitutional amendment Bill

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 24, 2025 12:35 pm
  • Updated:August 24, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটি (জেপিসি)-তে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টিরও কোনও প্রতিনিধি থাকছে না। শনিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি ১৩০তম সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটিতে তাদের কোনও প্রতিনিধি পাঠাবে না। কারণ এটা একটা নাটক বলেই তাঁরা মনে করছেন।

Advertisement

এ প্রসঙ্গে ডেরেক লিখেছেন, ‘মোদি-শাহ জেপিসিকে প্রহসনে পরিণত করেছে। সমস্ত জেপিসিতেই শাসক দলের সাংসদদের সংখ্যার আধিক্যর জেরে চেয়ারম্যান পদে বিজেপিরই কাউকে বসানো হয় এবং কমিটির যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয় তা সর্বসম্মতিক্রমে নয় বরং বিরোধীদের দেওয়া গুরুত্বপূর্ণ সংশোধনীও ভোটাভুটির মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়। চূড়ান্ত রিপোর্টে বিরোধীদের ডিসেন্ট নোট জুড়ে দেওয়া ছাড়া তাদের মতামতের কোনও প্রতিফলনই সেখানে থাকে না।’

উল্লেখ্য, বিলটির বিরুদ্ধে বাদল অধিবেশনে সবার আগে আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলকেই। সেইসময়েই বিল নিয়ে সরকারের তৈরি সংসদীয় যৌথ কমিটিতে তৃণমূল কংগ্রেস কোনও প্রতিনিধি রাখবে না বলেই প্রাথমিকভাবে ঠিকও করেছিল। এদিন সেকথাই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেও জানিয়ে দেওয়া হয়েছে। বিল পাস হবে না, পাস হলেও সুপ্রিম কোর্ট তা ছুড়ে ফেলে দেবে, সাংসদদের অনেক কাজ থাকে, সময় নষ্ট করার কোনও মানে হয় না বলেই মনে করে তৃণমূল।

দুই কক্ষে বিলটি পেশ করলেও ভোটাভুটির দিকে এগোয়নি কেন্দ্রের শাসকদল। বরং আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। কারণ সংখ্যার হিসাবে বলছে, ভোটাভুটি হলেও এখনই বিলটি পাশ করানোর জায়গায় নেই মোদি সরকার। সংবিধান সংশোধনী আইন পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন পড়ে। লোকসভায় এই মুহূর্তে সাংসদ সংখ্যা ৫৪২ জন। সংবিধান সংশোধনী আইন পাশ করাতে হলে অন্তত ৩৬১ জন সাংসদের সমর্থন প্রয়োজন। কিন্তু বর্তমানে এনডিএর হাতে রয়েছে মোটে ২৯৩ জন সাংসদ। যদি ইন্ডিয়া এবং এনডিএ জোটের বাইরে থাকা সব দলও এনডিএ-কে সমর্থন করে, তাতেও ৩৬১ জন সাংসদের সমর্থন জোগাড় করতে পারবে না বিজেপি। রাজ্যসভাতেও পরিস্থিতি একইরকম। শূন্যপদ বাদ দিলে এই মুহূর্তে ২৩৯ জন সাংসদ রয়েছেন উচ্চ কক্ষে। সেখানেও সংবিধান সংশোধনী পাশ করাতে গেলে সমর্থন প্রয়োজন ১৬০ সাংসদের। এনডিএ-র হাতে রয়েছে ১৩২ জন। বিজেডি, বিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করলেও এনডিএ এই সংখ্যায় পৌঁছতে পারবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ