প্রতীকী ছবি
নন্দন দত্ত, সিউড়ি: পিষে দিল লরি! দেব দর্শনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও ৫। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের ম্যাসানজোড়ে। সকলেই বীরভূমের কীর্ণাহারের জামনা পঞ্চায়েতের বাসিন্দা।
জানা গিয়েছে, জনা চল্লিশেক গ্রামবাসীকে নিয়ে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে এদিন জামনা থেকে রওনা দেয় একটি বাস। দুপুরে ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসানজোড়ের জলাধারের পাশে রান্নার উদ্দেশ্যে বাসটি দাঁড়ায়। পর্যটকরা ম্যাসানজোড়ের পাহাড় ও জলাধার দেখার জন্য ঘুরছিলেন সকলে। রাস্তার পাশে ফুটপাথ ধরে তাঁরা ফিরছিলেন। তখনই দুমকার দিক থেকে বীরভূমগামী একটি ভুট্টা বোঝাই গাড়ি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ফুটপাথ ধরে হেঁটে যাওয়া কীর্ণাহারের বাসিন্দাদের উপরে এসে পরে ১৬ চাকার লরিটি।
ম্যাসানজোড়ের বাসিন্দা অশোক রানা ও অভিষেক শা জানান, “আমরা দুর্ঘটনার পর পর্যটকদের উদ্ধারের চেষ্টা করি। এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর এক জনের মৃত্যু হয় সদর হাসপাতালে। জখমদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসি।” পর্যটক বোঝাই বাসে থাকা চরণ বাগদি জানান, “আমরা একসঙ্গে হেঁটে ঘুরছিলাম।” গাড়িটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আলপনা বাগদির ( ৫৫)। সিউড়ি হাসপাতালে মৃত্যু হয় উন্নতি বাগদির (৫১)। এক ছবছরের শিশু-সহ বাকি ২ জন গুরুতর জখম।
আহতদের সিউড়ি থেকে বর্ধমানে রেফার করা হয়েছে। এই দুর্ঘটনায় পা ভেঙ্গেছে চায়না বাগদির। তিনি জানান, “আমরা দল বেঁধে যাচ্ছিলাম। তখনই লরিটি টাল খেতে খেতে এসে আমাদের চেপে দিয়ে যায়। লরিতে থাকা ভুট্টার বস্তায় আমরা ঢেকে গেলাম। আমাকে বাসের অনান্যরা উদ্ধার করে। আমার মেজ জায়ের মৃত্যু হয়েছে।” এছাড়াও বুকে আঘাত পেয়েছেন অনিমা বাগদি নামে এক মহিলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.