Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে গুলির লড়াই, খতম তিন জঙ্গি

অন্য একটি ঘটনায়, রাজৌরিতে সেনার হাতে নিহত হয় এক অনুপ্রবেশকারী জঙ্গি৷

Two lashkar terrorists killed in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 4:58 pm
  • Updated:January 24, 2017 4:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনা৷ মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে হওয়া সংঘর্ষে নিহত হল লস্করের দুই জঙ্গি৷ সেনা সূত্রে খবর, কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাড়িটিকে ঘিরে ফেলে৷ পালাতে ব্যর্থ হয়ে নিরাপত্তারক্ষীদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষের পর সেনার গুলিতে নিহত হয় দুই জঙ্গি৷ মৃত জঙ্গিদের থেকে দুটো AK-47 রাইফেল উদ্ধার করে সেনা৷ অন্য একটি ঘটনায়, রাজৌরিতে সেনার হাতে নিহত হয় এক অনুপ্রবেশকারী জঙ্গি৷

Advertisement

গত বছর হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা৷ সেনা ছাউনির উপর সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু সেনা জোয়ান, তাই উপত্যকায় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিতে এবার তৎপর হয়েছে সেনা৷ গত বছর প্রায় ১০৯ জন জঙ্গি সেনার হাতে মারা পড়েছে৷ বিশেষজ্ঞ মহলের দাবি, নোট বাতিলের পর জঙ্গি সংগঠনগুলোর কোমর ভেঙে গিয়েছে তাই কাশ্মীরে শান্তি ফিরে এসেছে৷

নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা

কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি

কাশ্মীরে বড় সাফল্য যৌথবাহিনীর, নিকেশ কুখ্যাত জঙ্গি

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস