সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি! এই অভিযোগ পাঞ্জাব থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার অমৃতসর গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত দু’জনের নাম গুরপ্রীত সিং ওরফে গোপি ফোজি এবং সাহিল মাসিহ ওরফে সানি। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ পেন ড্রাইভের মাধ্যমে দেশের একাধিক গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা ISI-কে পাচার করতেন এই দুই অভিযুক্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত গুরপ্রীত সিং ভারতীয় সেনাতে রয়েছেন। ২০১৬ সালে তিনি সেনায় যোগ দেন। এদিকে গ্রেপ্তার হওয়ার সময় তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত ছিলেন।
পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুই অভিযুক্তের সঙ্গে ISI আধিকারিকদের সরাসরি যোগাযোগ ছিল। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি যে দু’টি মোবাইলের মাধ্যমে পাক হ্যান্ডেলারদের সঙ্গে অভিযুক্তরা যোগাযোগ করত সেই মোবাইল দু’টিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর ভারতে বসবাস করা পাক গুপ্তচরদের চিহ্নিত করা শুরু করেন গোয়ান্দারা। দেশের খেয়ে পাকিস্তানকে একাধিক গোপন তথ্য পাচার করার অভিযোগ সামনে আসে। এরপরই গ্রেপ্তার করা হয় সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসে। এরই মধ্যে পাঞ্জাব থেকে দুই পাক চরকে গ্রেপ্তার করল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.