সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আবারও নতুন করে উত্তপ্ত উপত্যকা৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রাতভর চলে লড়াই৷ দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ এখনও ওই এলাকায় চলছে তল্লাশি৷
শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল জম্মু-কাশ্মীরে পুলওয়ামা৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ওইদিন সকালেই এক জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ পুলওয়ামার ত্রালে নিকেশ হওয়া ওই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা৷ সে জইশ-ই-মহম্মদের সদস্য বলেই সেনা সূত্রে খবর৷ এই ঘটনায় এক জওয়ানও গুরুতর জখম হন৷ এখনও হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷ তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল৷ এরপরেও ওই এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই খবর পায় ভারতীয় সেনা৷ রাতভর জঙ্গির খোঁজে চলে তল্লাশি অভিযান৷ সেই সময় ভারতীয় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷
শনিবার সকালে ওই এলাকা থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ ভারতীয় সেনার দাবি, গতরাতের এনকাউন্টারেই খতম হয়েছে এই জঙ্গিরা৷ তবে শনিবার সকালে যে জঙ্গিদের দেহ উদ্ধার হয়েছে তাদের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি৷ কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গেই বা তারা জড়িত ছিল, সে বিষয়েও এখনও কোনও সুস্পষ্ট তথ্য ভারতীয় সেনার কাছে নেই৷ তবে তাদের পোশাক দেখে ভারতীয় সেনার অনুমান, ওই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ নিকেশ হওয়া এই দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ পাওয়া গিয়েছে ইনসাস রাইফেল, গুলি-সহ আরও অনেক আগ্নেয়াস্ত্র৷
: 2 terrorists have been killed in the encounter between security forces and terrorists in Tikun village of Pulwama district. Incriminating materials including arms and ammunition have been recovered from the site of encounter.
— ANI (@ANI)
একের পর এক জঙ্গি আনাগোনার খবরে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷ শনিবারের পুলওয়ামার ঘটনায় এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত৷ পুলিশের তরফে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ জঙ্গি ধরপাকড়ের কাজে স্থানীয় বাসিন্দাদের সহায়তার আরজি জানানো হয়েছে৷ এলাকায় আপাতত ব্যাহত ইন্টারনেট পরিষেবা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.