হেমন্ত মৈথিল, লখনউ: মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় বিনিয়োগ আনতে যুগান্তকারী পদক্ষেপ করছে উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ‘মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা প্রকল্প এবং কর্মসংস্থান-২০২৪’ কার্যকর করার জন্য ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি)-এর বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।
যোগী সরকারের এই উদ্যোগের ফলে আলিগড়, আগ্রা, লখনউ, কানপুর, ঝাঁসি এবং চিত্রকূট—এই ছয়টি প্রতিরক্ষা হাব রাজ্যের গুরুত্বপূর্ণ উন্নয়ন কেন্দ্র হয়ে উঠবে। সরকার এই অঞ্চলগুলিতে মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা শিল্প স্থাপনের অপার সম্ভাবনা দেখছে। উত্তরপ্রদেশ সরকার মনে করছে, এই ক্ষেত্রগুলিতে বিদেশি বিনিয়োগ যেমন হবে, তেমনই স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে ও কর্মসংস্থান তৈরি হবে।
এই নীতির বাস্তবায়নের জন্য উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি-কে ‘নোডাল এজেন্সি’ হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করা, স্বচ্ছতা নিশ্চিত করা, অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা এবং শিল্প-বান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে একটি সরকারি আদেশের মাধ্যমে এই এসওপি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।মনে করা হচ্ছে, এই নীতি কেবল ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে শক্তিশালী করবে না, বরং স্থানীয় যুবকদের কর্মদক্ষ করে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.