Advertisement
Advertisement

Breaking News

North Sikkim

১১ জনকে নিয়ে হাজার ফুট নীচে পড়ল পর্যটকদের গাড়ি, উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ আট

নিখোঁজদের মধ্যে রয়েছেন বাংলা, ত্রিপুরা ও ওড়িশার বাসিন্দা।

Vehicle With 11 Tourists Falls in Teesta River in North Sikkim
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 30, 2025 2:23 pm
  • Updated:May 30, 2025 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় ১১ জনকে নিয়ে একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে চুংথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের স্থানীয় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সিকিম পুলিশ ও আইটিবিপির জওয়ানরা উদ্ধার কাজ শুরু করেন। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি একজনের দেহ উদ্ধার করা হয়। তবে এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন। এদিকে টানা বৃষ্টির জেরে বারে বারে ব্যহত হয় উদ্ধারকাজ। নিখোঁজদের মধ্যে ত্রিপুরা, ওড়িশা ও বাংলার বাসিন্দা রয়েছেন। নিখোঁজদের মধ্যে ওড়িশার এক বিজেপি নেত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও কারও নাম, পরিচয় জানা যায়নি।  

এমন ভয়াবহ দুর্ঘটনা নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গভীর শোকপ্রকাশ করেছেন। নিখোঁজদের উদ্ধারের সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পরে পুলিশ, আইটিবিপি, দমকল বিভাগ উদ্ধারকাজে হাত লাগায়। দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। বাকিদের খোঁজ চলছে। এনডিআরএফকে উদ্ধারকাজে নামানো হয়েছে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টি চলছে। সিকিমেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি। পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে পর্যটকদের গাড়িটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement