Advertisement
Advertisement
Bihar

ব্রেইল ব্যালট পেপার ও ভোটার স্লিপ, বিহারে দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের

বিশেষভাবে সক্ষমদের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য গাড়ি।

Voter Slips and Ballot Papers In Braille For Visually-Impaired Voters In Bihar
Published by: Kishore Ghosh
  • Posted:October 15, 2025 7:28 pm
  • Updated:October 15, 2025 7:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা ভোটে দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্রেইল ব্যালট পেপার এবং ভোটার স্লিপের ব্যবস্থা থাকছে। বুধবার একথা জানাল নির্বাচন কমিশন। উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রগুলিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সাঁটানো থাকবে ব্রেইল ব্যালট পেপার।

Advertisement

নির্বাচন কমিশনের এক মুখপাত্র বুধবার জানান, “যে কোনও দৃষ্টিহীন ভোটার এই স্লিপ ব্যবহার করে ইভিএমের ব্যালট ইউনিটে ব্রেইল সুবিধা পাবেন। এবং সুষ্ঠু ভাবে নিজের ভোট দিতে পারবেন, কারও সাহায্য ছাড়াই।” ব্রেইল লিপিতে ব্যালট পেপার সরবরাহের বিষয়টি ভারতে প্রথমবার হচ্ছে না। বিগত একাধিক নির্বাচনে এই বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

১৯৬১ সালের নির্বাচনী আইন অনুসারে ৪৯এন বিধিতে দৃষ্টিহীন ব্যক্তিরা ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে তাঁদের সঙ্গে একজন সঙ্গীকে আনতে পারেন। কমিশন নির্দেশ দিয়েছে, বিশেষ ভাবে সক্ষমদের জন্য প্রত্যেক ভোটকেন্দ্র যানবাহনের ব্যবস্থা রাখতে হবে, ওই গাড়িতে করেই তাঁরা যাতায়াত করবেন। এছাড়াও ভোটকেন্দ্রে হুইল চেয়ার রাখতে বলা হয়েছে। বিহারের ৯০,৭১২টি কেন্দ্রেই এই ব্যবস্থা থাকবে। এছাড়াও ২৯২টি ভোটকেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ