প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের আইসিইউয়ে যৌন হেনস্তার শিকার রোগিণী! অভিযুক্ত ওয়ার্ড বয়। মহারাষ্ট্রের থানে জেলায় চাঞ্চল্য এমনই এক ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী অভিযোগ? জানা গিয়েছে, পেটে সংক্রমণ নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর কুড়ির ওই তরুণী। তাঁকে রাখা হয় আইসিইউয়ে। গত সোমবার ভোরবেলা সেখানে প্রবেশ করেন ওয়ার্ড বয়। এর পরই তিনি ওই নির্যাতিতার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পরে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন তিনি।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর জি কর আবহে মহারাষ্ট্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের ভিতরে এভাবে রোগিণীর শ্লীলতাহানি কী করে হতে পারে, নিরাপত্তার ব্যবস্থা এতটা ঠুনকো কী করে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, সম্প্রতি ধর্ষণের অভিযোগ উঠেছে বায়ুসেনার এক অফিসারের বিরুদ্ধে। এক মহিলা অধস্তন আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের বদগাম থানায় এফআইআর দায়ের হয়েছে বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে। বায়ুসেনা এই মামলায় পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.