সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। জলমগ্ন শহরের রাস্তাঘাট। বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিপদ এড়াতে শহরের একাধিক এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জল না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না।
শনিবার বিকেল থেকে প্রবল বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরু এবং তার পাশ্ববর্তী অঞ্চলে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। স্থানীয় সূত্রে খবর, নাগাড়ে বৃষ্টিতে প্রচুর বাড়িতে জল ঢুকে গিয়েছে। এমনকী প্রায় জলের তলায় চলে গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়িও। ব্যাহত যান চলাচল। স্থানীয় প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে , বহু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দাদের দাবি, এলাকাগুলির নিকাশি ব্যবস্থা ভালো নয়। কতৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
রবিবার সকালেও বেঙ্গালুরু এবং পাশ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তর কন্নড়, উডুপি, বেলাগাভি, ধারওয়াদ, গদাগ, হাভেরি এবং শিবমোগা প্রভৃতি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তাছাড়া কর্নাটকের অন্যান্য জায়গাগুলিতেও আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪০ মিমি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.