Advertisement
Advertisement
Derek O Brien

১০০ দিনের কাজের বরাদ্দে বাংলার নামই নেই! ডেরেকের প্রশ্নের জবাবে বঞ্চনার স্বীকারোক্তি কেন্দ্রের

গোটা বিষয়টি সোশাল মিডিয়ায় তুলে ধরে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal is not mentioned in allocation of MNREGA, says centre
Published by: Sucheta Sengupta
  • Posted:July 25, 2025 4:02 pm
  • Updated:July 25, 2025 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের তরফে প্রাপ্তির ভাঁড়ারে বরাবরই ‘বঞ্চিত’ বাংলা। শাসকদল বারবারই এই অভিযোগ তুলে সরব হয়েছে। দিল্লিতে এনিয়ে আন্দোলনও হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ অর্থ রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বঞ্চনা যে নেহাৎই আর অভিযোগের স্তরে নেই, তা কার্যত স্বীকারই করে নিল কেন্দ্র। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন ১০০ দিনের কাজে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জবাবে কেন্দ্র যে তালিকা দিয়েছে, তাতে নামই নেই বাংলার!

Advertisement

কেন্দ্রের MGNREGA প্রকল্প অথবা ১০০ দিনের কাজের কর্মদিবস ও মজুরি নিয়ে শুক্রবার রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন পরিসংখ্যান পেশ করে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। ডেরেকের দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে শ্রমিকের সংখ্যা ৮.৩৪ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৭.৮৮ কোটি। গড় কর্মদিবসও হ্রাস পেয়েছে, তা ৫২ দিন থেকে হয়েছে ৫০ দিন। এসব পরিসংখ্যান দিয়ে তাঁর অন্যতম প্রশ্ন ছিল, কোন রাজ্যের জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছে। জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক যে তালিকা দিয়েছে, তাতে বাংলার নামই নেই! আর তাতেই স্পষ্ট, কেন্দ্রের কাছে বাংলা সত্যিই ‘বঞ্চিত’।

গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। দলের কটাক্ষ, ‘আপনারা আমাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছেন, আমাদের বাসিন্দাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন। এবার আপনারা বাংলার নামই রেকর্ড থেকে মুছে দিতে চাইছেন? মনে রাখবেন, আপনারা দিল্লির নিয়ন্ত্রক, দেশের নয়।’ 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement