ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে প্রশস্ত হল বাংলায় নতুন এক শিল্পের পথ। বুধবার বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের সিদ্ধান্তে উত্তরপাড়া-হিন্দমোটরে দীর্ঘদিন অব্যবহৃত হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমি ফেরত পেতে রাজ্য সরকারের আর কোনও বাধা থাকল না। কলকাতা হাই কোর্টের রায়ের পর এই জমির ৪০ একর টিটাগড় ওয়াগনসকে লিজ দিয়েছিল রাজ্য। যে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এসেছিল হিন্দুস্তান মোটরস। এদিন আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
হুগলির উত্তরপাড়া-হিন্দমোটরের এই জমিতে এক সময় তৈরি হত হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর। কালের নিয়মে ধীরে ধীরে বন্ধ হতে থাকে কারখানা। ২০১৪ সালে যা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর জেরে কাজ হারান কারখানায় কর্মরত প্রচুর শ্রমিক। বন্ধ কারখানা পরিণত হয় ধ্বংসস্তুপে। তবে তার পাশেই টিটাগড় ওয়াগনে চলছিল রেল কোচ তৈরির কাজ। সেই কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রয়োজন হয় অতিরিক্ত জমির। রাজ্যের কাছে জমির আবেদন করে টিটাগড় ওয়াগনস।
পশ্চিমবঙ্গ জমি অধিগ্রহণ আইনের ৬(৩) ধারা ব্যবহার করে হিন্দুস্তান মোটরসের জমি ফেরত নিয়ে নেয় রাজ্য। সেখান থেকে ৪০ একর দেওয়া হয় টিটাগড় ওয়াগনসকে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে গিয়ে পরাস্ত হতে হয় অ্যাম্বাসাডর তৈরির সংস্থাকে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই তারা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশের পর টিটাগড় ওয়াগনস সম্প্রসারণে আর কোনও বাধা থাকল না। ফলে রাজ্যে প্রশস্ত হল নতুন শিল্পের পথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.