সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে বিমান ভেঙে পড়ে একজন বাদে প্রাণ গিয়েছে বহু যাত্রীর। ভিড় বাড়ছে শহরে। এই আবহে আহমেদাবাদ হয়ে দিল্লি ও মুম্বই যাওয়া আসার জন্য দু’টি বিশেষ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ট্রেন দুটি ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে।
ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে একটি এক্সপ্রেস। বৃহস্পতিবার রাতে সেটি ছেড়েছে। শুক্রবার দুপুর ২টো ৪৫মিনিটে সেটি রাজধানীতে পৌঁছবে। তারপর ট্রেনটি দিল্লি থেকে শুক্রবার রাতে যাত্রা শুরু করবে। শনিবার সকালে সেটি আহমেদাবাদে পৌঁছবে। অন্যদিকে, আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে আরও একটি ট্রেন রওনা দেয়। সেটি শুক্রবার সকালে মুম্বই পৌঁছেছে। শুক্রবার রাতে সেই ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। ওয়েস্টার্ন রেল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য ও অন্যান্য সহায়তার জন্য চিকিৎসক, আরপিএফের দল আহমেদাবাদে পাঠিয়েছে।
বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। ঘটনাস্থলে এখন শুধুই ধ্বংসের ছবি। চারদিকে ছড়িয়ে বিমানের বিভিন্ন অংশের টুকরো। বাতাসে পোড়া গন্ধ। পাশেই হাসপাতালে স্বজনহারাদের হারানোদের কান্নায় শব্দের ভারী বাতাস। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাসকুমার রমেশের সঙ্গে দেখা করেছেন। এয়ার ইন্ডিয়ার মালিকানা থাকা টাটা গোষ্ঠী মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.