সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের ধর্ষণ। নির্যাতিতা মহিলার চোখের সামনেই যৌন হেনস্তা করা হয়েছে তাঁর ১২ বছরের মেয়েকেও। এমনকী, তাঁদের ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি জেলার বরদারি এলাকায়।
ওই এলাকার পুলিশ সুপার রাহুল ভাটি জানিয়েছেন, মহিলা স্বামীকে হারিয়েছেন বহুদিন আগে। মেয়েকে নিয়েই বাড়িতে থাকেন। মাস তিনেক আগে মা-মেয়ের সঙ্গে ইরম সইফি নামে এক মহিলার সঙ্গে আলাপ হয়। তারপর দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুই পরিবারের সদস্যদের একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। নির্যাতিতার অভিযোগ, ইরম সইফি ভিন্ন ধর্মের ছেলেদের বাড়িতে এনে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলত। এমনকী, অশ্লীল ভিডিও বানাত। সেই ভিডিও দেখিয়ে চলত ব্ল্যাকমেল।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইরম সরিফির ভাইও বারবার নির্যাতিতার বাড়িতে আসত। সে আবার নির্যাতিতার ১২ বছরের মেয়েখে যৌন হেনস্তা করত বলেও পুলিশকে জানানো হয়েছে। ধর্ষণের চেষ্টাও করে সে। এররপর ইরমের বাড়িতে গেলে তার বাবা ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতে শুরু করে। মৌলবীর উপস্থিতিতে মা-মেয়েকে ধর্ম বদলানোর জন্য চাপ দিতে থাকে। তাঁরা প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই নির্যাতিতারা পুলিশের দ্বারস্থ হন।
ওই মৌলবী, ইরম সইফি, বাবলু সইফি-সহ আরও একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.