Advertisement
Advertisement
Gorakhpur Link Expressway

দেশের মোট এক্সপ্রেসওয়ের ৪২ শতাংশই এখন উত্তরপ্রদেশে! গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ের উদ্বোধন যোগীর

রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে পরিবর্তন আনছে এই এক্সপ্রেসওয়েগুলি, জানালেন মুখ্যমন্ত্রী।

With Yogi Adityanath's inauguration of the Gorakhpur Link Expressway today, Uttar Pradesh's expressway network now constitutes 42% of India's total.
Published by: Hemant Maithil
  • Posted:June 20, 2025 2:19 pm
  • Updated:June 20, 2025 4:14 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজমগড়ের সালারপুর ফুলপুরে গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন। এর মাধ্যমে উত্তরপ্রদেশের পরিবহণ ব্যবস্থা আরও মসৃণ হবে। নতুন এক্সপ্রেসওয়েটির উদ্বোধনের ফলে দেশের মোট অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের ৪২ শতাংশ এখন শুধু উত্তরপ্রদেশেই। এর আগে এই হার ছিল ৩৮ শতাংশ।

Advertisement

উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানানো হয়েছে, মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে, রাজ্যের অংশীদারিত্ব বেড়ে ৬২ শতাংশে পৌঁছাবে। রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে পরিবর্তন আনছে এই এক্সপ্রেসওয়েগুলি।

উত্তরপ্রদেশের মুখ্যসচিব মনোজ কুমার সিংয়ের কথায়, সারা দেশে বর্তমানে ২৯০০ কিলোমিটার অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে রয়েছে। যার মধ্যে ১২০০ কিলোমিটারের বেশি শুধু উত্তরপ্রদেশেই অবস্থিত। গোরক্ষপুর লিংক এক্সপ্রেসওয়ের সংযোজনে এই সংখ্যা আরও বাড়ল। মনোজ কুমার সিং আরও বলেন, “গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের নির্মাণ শুধু ভৌগোলিক বাধাই দূর করেনি, এটি পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক চিত্রও পালটে দেবে। এটি নির্মাণে ৭২০০ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে ৩,০০০ কোটি টাকা নির্মাণে এবং বাকিটা জমি অধিগ্রহণ ও অন্যান্য খাতে ব্যয় হয়েছে। এই প্রকল্পের জন্য ২২ হাজার কৃষকের কাছ থেকে ১১০০ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।”

উত্তরপ্রদেশে শুধু দেশের সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে তা-ই নয়, আরও অনেকগুলো নির্মাণাধীন এবং প্রস্তাবিত রয়েছে। গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের সপ্তম এক্সপ্রেসওয়ে। এছাড়াও ৩টি নির্মাণাধীন এবং ৮টি প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে রয়েছে। রাজ্যের দীর্ঘতম গঙ্গা এক্সপ্রেসওয়ে (৫৯৪ কিমি), বালিয়া লিংক এক্সপ্রেসওয়ে (৩৫ কিমি) এবং লখনউ-কানপুর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে (৬৩ কিমি) দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। এর পাশাপাশি চিত্রকুট লিংক এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী লিঙ্ক এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এবং আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েকে ফরুকাবাদের মাধ্যমে গঙ্গা এক্সপ্রেসওয়ে ও জেওয়ার বিমানবন্দর লিংক এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী লিংক এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও চলছে। উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেখানে ২০০০ কিলোমিটারের বেশি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েগুলি শুধু রাজধানী বা বড় শহরগুলিতে সীমাবদ্ধ না থেকে বুন্দেলখণ্ড, পূর্বাঞ্চল এবং তরাই অঞ্চলের মতো এলাকাগুলিকেও সংযুক্ত করছে।

উত্তরপ্রদেশের বর্তমানে চালু থাকা এক্সপ্রেসওয়ে এবং তাদের দৈর্ঘ্য:
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে: ৩৪১ কিমি।
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে: ২৯৬ কিমি।
আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে: ৩০২ কিমি।
যমুনা এক্সপ্রেসওয়ে: ১৬৫ কিমি।
দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে: ৯৬ কিমি।
নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে: ২৫ কিমি।
গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে: ৯১ কিমি।
এই এক্সপ্রেসওয়েগুলির মাধ্যমে উত্তরপ্রদেশের পরিবহণ ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement