Advertisement
Advertisement
Karnataka

কর্নাটকে জঙ্গলে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Woman found hanging from tree in Karnataka forest

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 16, 2025 5:59 pm
  • Updated:July 16, 2025 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কর্নাটকে। জানা গিয়েছে, মঙ্গলবার চিক্কাবল্লাপুর জেলার আদিকোত্তুর জঙ্গলে একটি গাছ থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে জঙ্গলের একটি গাছে বছর পঁচিশের ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। দুর্গন্ধে ভরে গিয়েছিল চারদিক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরে বেশ কয়েকদিন আগে তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁকে খুন করা হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিক্কাবল্লাপুরের সুপার বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আমরা বেশ কিছু প্রমাণও পেয়েছি। যদিও সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে। তরুণীর এক প্রেমিক রয়েছে। তাঁর খোঁজ আমরা পেয়েছি। শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement