Advertisement
Advertisement

Breaking News

দিল্লিতে জন্মদিনের পার্টিতে সিকিমের তরুণীকে মারধর, স্পর্শ যৌনাঙ্গেও! বিচার না মিললে আত্মহত্যার হুমকি 

বিচার না পেলে ওই হোটেলের সামনেই নিজেকে শেষ করার হুমকি দিয়েছেন তিনি।

Woman warns of killing herself if judgement not passed on harassment case in Delhi

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 12, 2025 4:32 pm
  • Updated:August 12, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানীতে নির্যাতনের শিকার সিকিমের কন্যা! জন্মদিনের অনুষ্ঠানে এক রেস্তরাঁয় গিয়ে একদল যুবকের হাতে আক্রান্তের অভিযোগ তরুণীর। মারধর ও যৌনাঙ্গে স্পর্শ করার অভিযোগ তুলেছেন নির্যাতিতা। বিচার না পেলে ওই হোটেলের সামনেই নিজেকে শেষ করার হুমকি দিয়েছেন তিনি।

Advertisement

অত্যাচারের অভিযোগ তুলে দিল্লি পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। থানাতে বসেই তিনি একটি ভিডিও করেন। যা সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে তরুণীকে, কাঁদতে কাঁদতে বলতে শোনা গিয়েছে যাঁদের সঙ্গে পার্টিতে গিয়েছিলাম তাঁরা সকলে তাঁকে বেধড়ক মেরেছেন। তাঁর যৌনাঙ্গেও হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, “ওখানে আপত্তিজনক কাজ হচ্ছিল। তা প্রতিবাদ করায় আমাকে বেধড়ক মারধর করা হয়। একজন আমার যৌনাঙ্গে হাত দেয়। আমি থানায় অভিযোগ জানিয়েছি। আমি বিচার না পেলে ওই হোটেলের সামনে নিজেকে শেষ করে দেব।” তিনি আরও প্রশ্ন করে বলেন, “আমি উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা। আমার কি কোথাও কিছু বলার অধিকার নেই?” ভিডিওর পাশ থেকে এক পুলিশকর্তাকে বলতে শোনা গিয়েছে, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। সব দিক খতিয়ে দেখছি।”

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিকিমের নাগরিক অ্যাকশন পার্টি। সিকিমের একটি প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দিল্লির সফদরজং থানায় দেখা করেছেন। তবে, দুই পক্ষ আপোষে মামলাটি মিটিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। তবে তরুণী যদি ফের যদি মামলা দায়ের করে তাকে সবরকম সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রতিনিধি দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ