Advertisement
Advertisement

Breaking News

Karnataka

দশ জায়গা থেকে উদ্ধার মহিলার টুকরো টুকরো দেহ! হাড়হিম কাণ্ড কর্নাটকে

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Woman's dismembered body parts found at 10 locations in Karnataka

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:August 9, 2025 7:33 pm
  • Updated:August 9, 2025 7:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে হাড়হিম কাণ্ড! দশ জায়গা থেকে উদ্ধার হল এক মহিলার টুকরো টুকরো দেহ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণের এই রাজ্যে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে শনিবার।

Advertisement

ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, এদিন সকালে কর্নাটকের চিম্পুগানাহাল্লি গ্রামে একটি কাটা হাত মুখে নিয়ে ঘুরতে দেখা যায় এক সারমেয়কে। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাকি দেহাংশের খোঁজে শুরু তল্লাশি। কিছুক্ষণ পর এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় অপর একটি হাত। তারপর দীর্ঘক্ষণের চেষ্টায় মোট দশ জায়গা থেকে উদ্ধার হয় বাকি দেহাংশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মীদেবম্মা। বয়স ৪২ বছর। তিনি বেল্লাভি গ্রামের বাসিন্দা। তবে গত ৪ আগস্ট থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়। অবশেষে তিনদিন পর তার টুকরো টুকরো দেহ উদ্ধার হল। গোটা ঘটনায় স্তম্ভিত তার পরিবারও। কী কারণে লক্ষ্মীদেবম্মাকে খুন করা হল? এর নেপথ্যে কে রয়েছে? তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ