Advertisement
Advertisement

Breaking News

Delhi Metro

বসা নিয়ে বচসা! চলন্ত মেট্রোয় দুই মহিলার তুমুল মারামারি-চুলোচুলি, ভিডিও ভাইরাল

Viral Video: দিল্লি মেট্রো সবসময়ই বিনোদনমূলক, মন্তব্য নেটিজেনদের।

Viral Video: Women slap, punch and pull each other's hair in Delhi Metro

মেট্রোয় চুলোচুলি দুই মহিলার।

Published by: Amit Kumar Das
  • Posted:August 25, 2025 5:05 pm
  • Updated:August 25, 2025 6:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড দিল্লি মেট্রোয়। স্বল্পবসনা তরুণীর নাচ, ভরা মেট্রোয় তরুণ-তরুণীর ঘনিষ্ঠতার পর এবার কুস্তির আখড়ায় পরিণত হল দিল্লির মেট্রো রেল। কার্যত ফাঁকা মেট্রোয় বসার আসন নিয়ে দুই মহিলার বচসার জেরে চলন্ত গাড়িতে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। চুলোচুলি থেকে কিল-চড়-ঘুষি বাদ গেল না কোনও কিছুই। দুই মহিলার এই খন্ডযুদ্ধ রীতিমতো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, মেট্রোর পুরো আসন ফাঁকা থাকলেও নির্দিষ্ট একটি জায়গায় বসা নিয়ে দুই মহিলার মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে মারামারি শুরু হয় দুই মহিলার মধ্যে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা বসার বেঞ্চের উপর অন্য মহিলাকে চেপে ধরে রয়েছেন। চুলের মুঠি ধরে চলছে চড় থাপ্পড়। অন্য মহিলাও পিছিয়ে নেই, তিনিও চুলের মুঠি ধরে কিল-চড় চালাচ্ছেন। দুজনের ঝগড়ার মাঝেই স্টেশন চলে আসায় দরজা খুলে যায়। সেদিকে অবশ্য খেয়াল নেই লড়াইয়ে মগ্ন দুই জনের। এরই মাঝে কয়েকজন মহিলা এগিয়ে এসে তাঁদের থামানোর চেষ্টা করেন এবং ব্যর্থ হন।

সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা ছুটেছে। এক নেটিজেন লিখেছেন, ‘দিল্লি মেট্রো সবসময়ই বিনোদনমূলক।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘দিল্লি মেট্রো সর্বদাই নাটকীয়তায় পূর্ণ। কমেডি এবং বিনোদনের কোনও খামতি নেই। যেখানে প্রতিদিন আসনের উপর এমন বিনোদন মজুত সেখানে টিভির কী প্রয়োজন?’ আরও এক যুবক লিখেছেন, ‘দিল্লি মেট্রো কখনও আমাদের হতাশ করে না।’

অবশ্য দিল্লি মেট্রোতে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতে এমন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেখানেও দুই মহিলার মারামারি রীতিমতো সংঘর্ষের রূপ নেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ