ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাস গণধর্ষণ ও খুনের (Hathras Gang Rape) ঘটনায় জ্বলছে গোটা দেশ। বড়সড় প্রশ্নের মুখে যোগীরাজ্যের পুলিশ। তাই চাপে পড়ে শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
Chief Minister Yogi Adityanath orders Central Bureau of Investigation (CBI) probe into the case: Chief Minister’s Office (CMO) (File pic)
Advertisement— ANI UP (@ANINewsUP)
এদিকে, দ্বিতীয়বারের চেষ্টায় শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল এবং প্রিয়াঙ্কা।
পৃথিবীর কোনও শক্তিই নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করতে পারবে না বলেই জানিয়েছেন রাহুল গান্ধী।
No power in the world can suppress the family’s voice: Congress’ Rahul Gandhi after meeting family of the alleged gangrape victim in Hathras.
— ANI UP (@ANINewsUP)
নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলেই মত প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra)।
The family wants a judicial inquiry into the incident and removal of the District Magistrate. They also want security: Congress’ Priyanka Gandhi Vadra
— ANI UP (@ANINewsUP)
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরাস জেলার ওই দলিত তরুণী ধর্ষণ এবং নৃশংসতার শিকার হন। দিল্লির সফদরজং হাসপাতালে দু’সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। বুধবার রাত একটা নাগাদ ওই তরুণীর দেহ পৌঁছয় তাঁর গ্রামে। বড় রাস্তায় অ্যাম্বুল্যান্স দাঁড় করানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় শ্মশানের আলো। শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে পুলিশ। মধ্যরাতে শেষকৃত্য হোক তা চাননি নির্যাতিতার পরিবারের সদস্যরা। গত বুধবার রাতের যে ভিডিও প্রকাশিত হয়েছে, মেয়েকে শেষবার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তরুণীর মা’কে পুলিশের কাছে অনুনয় করতে দেখা গিয়েছে। হাথরাসের পুলিশের তরফে টুইট করে শেষকৃত্যের বিষয়ে জানানো হয়েছে। পুলিশের দাবি, মৃতার পরিবারের ইচ্ছানুসারেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.