Advertisement
Advertisement
Akhileshv Yadav

‘স্বপ্নের সওদাগর অবসাদে ভুগছে!’ কমিশন বিতর্কে অখিলেশ যাদবকে বিঁধলেন যোগীর মন্ত্রী স্বতন্ত্র দেব

'গণতন্ত্রের মসীহা নন, গুন্ডারাজের উত্তরাধিকারী', অখিলেশকে তোপ প্রাক্তন রাজ্য সভাপতির।

Yogi’s Minister swatantra Dev singh hits back at Akhileshv Yadav
Published by: Hemant Maithil
  • Posted:August 20, 2025 1:35 pm
  • Updated:August 20, 2025 1:35 pm   

হেমন্ত মৈথিল: উত্তরপ্রদেশে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান জলশক্তি মন্ত্রী স্বতন্ত্র দেব আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। সম্প্রতি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই ইস্যুতেই আক্রমণাত্মক মেজাজে স্বতন্ত্র। বললেন, ”উনি মোটেই গণতন্ত্রের মসীহা নন। গুন্ডারাজের উত্তরাধিকারী।”

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”মানুষ সব জানে। সমাজবাদী পার্টি মানেই গুন্ডারাজ। বিজেপি মানেই সুশাসন। অবসাদে ভুগতে থাকা যুবরাজ এবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন ডুবন্ত নৌকা রক্ষা করতে। নিজের হারের জন্য কমিশনকে দায়ী করে উনি জননেতা হয়ে উঠতে চাইছেন। কিন্তু সত্যিটা হল উনি মানুষের বিশ্বাস হারিয়েছেন।”

সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”সমাজবাদী পার্টি ক্ষমতায় ছিল বুথ দখল, ভোটার তালিকা বিকৃতি ও নির্বাচনী হিংসার মাধ্যমে। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে উত্তরপ্রদেশে কোনও গণতন্ত্র ছিল না। ছিল গুন্ডারাজ। ২০০৯ সালে মাইনপুরীতে সিনিয়র এসপি নেতার উপস্থিতিতে বুথেই আক্রান্ত হয়েছিল পুলিশ। অথচ কোনও এফআইআর হয়নি। অখিলেশ যাদব  কি সেই সময়টাই ফিরিয়ে আনতে চাইছেন?”

স্বতন্ত্রর দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অখিলেশ যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন ও মিথ্যা। তদন্তে কোনও প্রমাণ মেলেনি। মামলা চলাকালীন কমিশনে যায়নি এসপি। সংসদেও প্রসঙ্গটা তোলেনি। সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, সমাজবাদী পার্টির বুথ দখলের সেই অতীতকে একেবারে মুছে ফেলে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভিভিপ্যাটের সংস্কার, কড়া নজরদারির পথেই হাঁটতে চাইছে কমিশন। আর সেই কারণেই সমাজবাদী পার্টির প্রধান কমিশনকে কাঠগড়ায় তুলতে চাইছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ