স্টাফ রিপোর্টার: নবম-দশমের জন্য ২৩ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এসএসসি-কে এই শূন্যপদের সংখ্যা জানানো হয়। এই শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানের। ৪৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩৯০১টি শূন্যপদ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে চাকরিহারা সকলকে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ পরীক্ষা হচ্ছে। ওঁরা যদি সুপ্রিম কোর্টেই যেতে চান, তাহলে যেতে পারেন।’’
এদিকে সোমবার রাত দশটা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। তাতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে আবেদন শুরু করে দিয়েছেন। একাংশের শিক্ষক-শিক্ষিকা পরীক্ষায় বসবেন না বলে অনড় হয়ে রয়েছেন।
গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্কে অনশনে বসেন ১০ জন শিক্ষক-শিক্ষিকা। এই ১০ জন অসুস্থ হয়ে পড়ায় এদিন নতুন করে ৬ জন অনশনে বসেছেন। এর মধ্যে এক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকও রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারা শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসা বাধ্যতামূলক হয়ে উঠেছে। যার জন্য এসএসসি নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে সুপ্রিমের নির্দেশ মেনে। তবে নতুন করে ওবিসি সংরক্ষণের তালিকা এদিন কলকাতা হাই কোর্ট স্থগিত করে দেওয়ায় তার প্রভাব নিয়োগের ক্ষেত্রে পড়বে কি না, তা নিয়ে এসএসসি কোনও মন্তব্য করতে চায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.