প্রতীকী ছবি।
অর্ণব আইচ: কেষ্টপুরের পর এবার নিউ টাউন। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ কাণ্ডে কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করল ইডি। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল কয়েক লক্ষ টাকাও। সূত্রের খবর, ধৃত দুজনই ঝাড়খণ্ডের বাসিন্দা।
ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ জালিয়াতি কাণ্ডে শুক্রবার নিউ টাউনে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অভিজাত আবাসন থেকে দুজনকে গ্রেপ্তার করে তারা। ধৃতদের নাম সন্তোষ ও সাগর। দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে গত কয়েক বছর ধরে কলকাতায় থাকতেন তাঁরা। ইডি সূত্রে খবর, গেমিং অ্যাপ কাণ্ডের মাথা সন্তোষ। আর ধৃত সাগর তাঁর বন্ধু। তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। তবে ইডি বা পুলিশের তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বুধবার সন্ধেয় পাটনা থেকে ইডি আধিকারিকরা কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান অঞ্চলের AF ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দেন। সেখানে ভাড়া থাকে রবিনস যাদব নামে এক ব্যক্তি। মূলত তাঁর বিরুদ্ধে বিহারের পাটনায় অনলাইন জালিয়াতির অভিযোগ দায়ের হয়। পরবর্তী সময়ে ইডি সেই মামলার তদন্তভার নেয়। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা রবিনস যাদবের সন্ধান পান। কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিনসের ভাড়াবাড়িতে হানা দেয় ইডি। রবিনস সেই সময় ওই বাড়িতে ছিল না। রবিনসের এক বন্ধু ওই ঘরে ছিলেন। তদন্তকারীদের দাবি, সেখান থেকে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এর পরই নিউ টাউনের আবাসনে হানা দিল ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.