Advertisement
Advertisement

Breaking News

SSC

স্কুল সার্ভিস কমিশনে জোড়া পদ তৈরিতে ছাড়পত্র মন্ত্রিসভার, নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার চেষ্টা?

নয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সিলমোহর রাজ্য মন্ত্রসিভার বৈঠকে।

2 more post created for SSC, WB Cabinet approves

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 17, 2025 12:40 am
  • Updated:June 17, 2025 12:40 am   

মলয় কুণ্ডু: নিয়োগে গতি আনতে স্কুল সার্ভিস কমিশনে পদ সৃষ্টি, রাজ্যে খেলাধুলো ও উদ্যোগপতি গড়ে তুলতে নতুন বিশ্ববিদ‌্যালয়-সহ একগুচ্ছ প্রস্তাবে সিলমোহর দিল রাজ‌্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভায় মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে বৈঠকে বসেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। সেখানেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে ২টি নতুন উপ-সচিব বা ডেপুটি সেক্রেটারির পদ তৈরি ও তা পূরণের প্রস্তাব করা হয়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় দ্রুত এই দুই পদে নিয়োগ হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ায় শিক্ষামহল মনে করছে, স্কুল সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দ্রুত এগোতে চাইছে। কারণ, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প‌্যানেল বাতিল করে পরীক্ষা নিয়ে ফের নিয়োগের নির্দেশ দিয়েছে। সেইমতো গত ৩০ মে রাজ‌্য সরকার শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি সমেত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতেই এসএসসিতে এবার উপ সচিবের জন্য দুটি পদ তৈরি করা হয়েছে।

অন‌্যদিকে, রাজ্যে খেলাধুলোকে বাড়তি গুরুত্ব দিতে এবার একটি আস্ত বিশ্ববিদ‌্যালয়ই তৈরি করা হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে খবর। ‘নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফর স্পোর্টস অ‌্যান্ড এন্টারপ্রেনরশিপ’ বিশ্ববিদ‌্যালয়েই তৈরি হবে রাজ্যোর নয়া উদ্যোগপতিও। এ বিষয়ে বিধানসভায় বিল আনবে রাজ‌্য সরকার।

এছাড়াও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘দি ওয়েস্ট বেঙ্গল অ‌্যানিম‌্যাল হাজব্র‌্যানন্ড্রি অ‌্যান্ড ভেটেরিনারি সার্ভিস (পুর্নগঠন) বিধি ২০২৫’, ‘দি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (দি ওয়েস্ট বেঙ্গল অ‌্যানিম‌্যাল হাজব্র‌্যান্ড্রি অ‌্যান্ড ভেটেরিনারি সার্ভিস নিয়োগ) বিধি ২০২৫-এর সঙ্গে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ‌্যানিম‌্যাল হাজব্র‌্যান্ড্রি সার্ভিস’-এর অবলুপ্তিকরণের বিজ্ঞপ্তির অনুমোদন, রাজ্যের সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) নিয়োগে বিধিমালার অংশ সংশোধনের প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ