Advertisement
Advertisement

Breaking News

21 July TMC Martyrs Day

২১ শের মঞ্চে শহিদ তর্পণ করে দিল্লি থেকে ‘অত্যাচারী’ বিজেপিকে উৎখাতের ডাক মমতার

বাঙালি হেনস্তা ইস্যুতে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী।

21 July TMC Martyrs Day: Mamata Banerjee slam Center From 21 July rally
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 21, 2025 2:20 pm
  • Updated:July 21, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে ‘সংগ্রামী’ মমতাকে চেনালেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের কথা মনে পরিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিনের ধর্মতলার মঞ্চ থেকে দিল্লি থেকে বিজেপির সরকারকে উৎখাতের ডাক দিলেন মমতা।

Advertisement

মমতা বলেন, “বাংলা বলার জন্য যদি কোনও বাঙালিকে গ্রেপ্তার করা হয় তাহলে আমি ছেড়ে কথা বলব না। প্রয়োজনে এই লড়াই দিল্লি অবধি নিয়ে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব। আপনারা জানেন আমি কোনও লড়াই লড়লে শেষ দেখে ছাড়ি।”

২১ শের মঞ্চে (21 July TMC Martyrs Day) বলতে উঠে প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিকে হেনস্তা করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে কেন অসম সরকার NRC নোটিস দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। NRC আমরা মানবো না, এই আইন বাতিল করাবোই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।”

বাংলাকে বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “একশো দিনের টাকা বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে ভাতে মারব। আমরা সেই চক্রান্ত রুখে দিয়েছি। টাকা বন্ধ করে দিলেও কাজ বন্ধ করতে পারেনি। রাজ্যের টাকায় কর্মশ্রী প্রকল্পে ৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। পরিযায়ী শ্রমিকদের বলব বাংলায় ফিরে আসুন। আমাদের কাছে অনেক কাজ রয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ