Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ভিনরাজ্যে বাংলাভাষীদের ‘হেনস্তা’, আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করতে বৈঠকের ডাক অভিষেকের

ভারচুয়ালি ওই বৈঠক করবেন অভিষেক।

Abhishek Banerjee to arrange a meeting with party members on 8 August

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 31, 2025 12:41 pm
  • Updated:July 31, 2025 12:41 pm   

স্টাফ রিপোর্টার: ভোটার তালিকায় নজরদারির পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ফের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল চারটেয় ভারচুয়ালি ওই বৈঠক করবেন তিনি। বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে সংশ্লিষ্টদের একথা জানানো হয়েছে।

Advertisement

দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরও ওই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিকস্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকবেন।

ওয়েবকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন বাদে সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারম্যানকেও এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হচ্ছে। প্রায় দুমাস আগে একবার ভোটার তালিকা নিয়ে এভাবেই বৈঠক করেছিলেন অভিষেক, এবার অবশ্য কি কি বিষয়ে কথা বলবেন সেই নিয়ে দলের তরফে স্পষ্ট করা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ