Advertisement
Advertisement
Amit Shah

‘অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে’, কলকাতায় কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন শাহের

প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ল্যাব।

Amit Shah inaugurates central forensic lab in Kolkata

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 1, 2025 3:02 pm
  • Updated:June 1, 2025 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এই ল্যাব চালু হওয়ায় রাজ্যে ফরেনসিক পরীক্ষার গতি বাড়বে বলেই মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ তো বটেই ঝাড়খণ্ড, ওড়িশার মতো পড়শি রাজ্য-সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে ঘটে যাওয়া অপরাধের নমুনার ফরেনসিক পরীক্ষা হবে। বর্তমানে দেশে চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ফরেনসিক প্রমাণের গুরুত্ব অনেক। সেই কথা বলে, অপরাধীদের দ্রুত শাস্তি পাওয়ার ক্ষেত্রে এই ল্যাব সাহায্য করবে বলে জানিয়েছেন শাহ।

বর্তমানে দেশে চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, অপরাধের প্রমাণ, বিভিন্ন নথি ও ফরেনসিক প্রমাণের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব তৈরিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। অমিত শাহ বলেন, “ঝাড়খণ্ড, ওড়িশা-সহ উত্তরপূর্বের রাজ্যগুলির জটিল কেসের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য এখানে আসবে। বর্তমানে নতুন তিনটি আইনে প্রমাণ, নথি, ফরেন্সিক পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। যা অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে।” শাহ জানিয়েছেন, প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ফরেনসিক ল্যাবে বায়োলজি, ডিএনএ পরীক্ষা, নারকোটিক, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, ফিজিক্স-সহ একাধিক বিভাগ একত্রে কাজ করবে। তাই অপরাধীকে শনাক্ত করতে যে কোনও বিশেষজ্ঞের সাহায্য লাগলে তা পাওয়া যাবে এক ছাতার তলায়।

এই ল্যাব উদ্বোধন পর বিজেপির এই শীর্ষ নেতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন। সেখানে উপস্থিত বিজেপির সাংসদ, বিধায়ক-সহ জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা। ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। এই বৈঠক থেকে যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন শাহ। বিকেলে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সমস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় দিল্লি ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement