সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি গত এপ্রিলে উত্তাল হয়ে উঠেছিল বাংলার মুর্শিদাবাদ। আঁচ পড়েছিল মালদহেও। নেতাজি ইন্ডোরের সভা থেকে সেই অশান্তির দায় রাজ্যের কাঁধেই চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পালটা দিল তৃণমূল। ঘাসফুল শিবিরের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, “দাঙ্গা কীভাবে হয়, ওরাই সেটা ভালো জানে।”
দিন দুই আগে বঙ্গ সফরে এসে ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৯ মে আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে যথেচ্ছ আক্রমণ শোনা গিয়েছিল তাঁর গলায়। আর রবিবার সেই সুরই আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নেতাজি ইন্ডোরের সভায় শাহের মুখে শোনা গেল মালদহ-মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “মালদহ-মুর্শিদাবাদে স্টেট স্পনসর্ড অশান্তি হয়েছে।” তিনি আরও ব্যাখ্যা করে বললেন, “মুর্শিদাবাদের হিংসার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে বারবার রাজ্যকে বিএসএফ মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরামর্শ ফিরিয়ে দেয় রাজ্য।”
এরপরই শাহ বললেন, “আমাদের এক কর্মকর্তা হাই কোর্টে গেলেন বলেই বিএসএফ এল। হিন্দুরা বাঁচল। আমার বলতে কোনও দ্বিধা নেই, যেভাবে বাংলার মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসায় যুক্ত ছিলেন, এর দায় রাজ্যের।” রাজ্যের এই পরিস্থিতিতেও সরকার ভোট ব্যাঙ্কের কথা ভেবেছে বলেও খোঁচা দিয়েছেন শাহ। এর পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বললেন, “বিজেপি কী করতে পারে, তার স্পষ্ট ধারণা আমাদের আছে। আর কীভাবে দাঙ্গা হয়, ওরাই সব থেকে ভালো জানে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.