Advertisement
Advertisement

Breaking News

Kolkata

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দুর্গতদের খাবার তুলে দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

৫ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ প্রায় বিস্তীর্ণ এলাকা।

Bharat Sevashram Sangha supplying food to victims of huge rainfall in Kolkata

খাবার বিতরণ করছেন ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 23, 2025 4:43 pm
  • Updated:September 23, 2025 4:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে টানা বৃষ্টি, তার উপর ভরা কোটাল। জোড়া ফলায় জলমগ্ন কলকাতা শহর। কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল। দুর্যোগের শহরে দুর্গতদের পাশে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘ। জলবন্দি কলকাতার বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণ করলেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

Advertisement
খাবার বিতরণ করছেন ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর ও শহরতলি। কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল। কোথাও ভেঙে পড়েছে গাছ। কোথায় জলের মধ্যে ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। জেলাগুলির ছবিও কার্যত একই। তবে শুধু পথঘাট নয়। ৫ ঘণ্টার বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে। কোথাও হাঁড়ি-কড়াই, কোথাও সাধের জিনিস ভাসছে। জলের দাপটে ঘর ছাড়তে হয়েছে কিছু পরিবারকে। সব মিলিয়ে ভোগান্তিতে আমজনতা। দুর্গতদের সুবিধায় ত্রাণ পৌঁছতে মঙ্গলবার পথে নেমেছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। হাঁড়িতে খিচুড়ি নিয়ে ঘুরে ঘুরে দুর্গতদের হাতে তা তুলে দিচ্ছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। 

এবিষয়ে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “কোটালের কারণে জল দ্রুত নামছে না। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবাকার্য জারি থাকবে।” প্রসঙ্গত, এই বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। দমদম থেকে ট্রেন চললেও তা অত্যন্ত ধীর গতিতে। বাতিল বহু ট্রেন। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। জলের কারণে রাস্তায় নেই অটো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ