Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

RG Kar কাণ্ডে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত, সিবিআইয়ে আস্থা নেই খোদ দিলীপের!

নবান্ন অভিযান প্রসঙ্গে দিলীপ বলেন, 'এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই।'

BJP leader Dilip Ghosh slams CBI in RG Kar Case
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2025 1:41 pm
  • Updated:August 9, 2025 2:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের বছরপার। সিবিআইকে ‘বোগাস’ বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপি নেতার বেসুরো মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু জোর ফিসফিসানি।

Advertisement

শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।”

নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্যাতিতার বাবা-মা এখনও বিচার পাননি। সাধারণ মানুষের বিশ্বাস এই মামলায় সুবিচার হয়নি বলেই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু শাসকদল এই ঘটনা চেপে দিতে চায়। সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে বলে এত কড়াকড়ি। এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনআন্দোলনে রূপ নিয়েছে। কতজন মানুষ রাস্তায় নামবেন, তা আন্দাজ করতে পারছে না সরকার। তাই ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল সরকার।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নাইট শিফটে গিয়েছিলেন আর জি করের তরুণী চিকিৎসক। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এরপর ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই সঞ্জয় ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আর তার জেরেই প্রশ্নের মুখে সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় জড়িত আরও অনেকেই। অথচ সঞ্জয় ছাড়া কারও নাম প্রকাশ্যে আসেনি। সুতরাং, এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলেই দাবি নির্যাতিতার বাবা-মায়ের। সেই একই সুরে এবার আরও একধাপ এগিয়ে তদন্তকারী সংস্থার বদলের দাবি করলেন দিলীপ ঘোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ