বিমানবন্দরের বাইরে অমিত শাহ।
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর ছুঁল অমিত শাহের বিমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করে নিতে আয়োজনের কোনও খামতি রাখেনি বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। রীতিমতো ঢাক-ঢোল নিয়ে এসে বিমানবন্দরের সামনে চলতে থাকে বাজনা। জানা যাচ্ছে, রবিবার সকাল থেকে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের।
প্রবল বৃষ্টির মধ্যেও এদিন অমিত শাহকে স্বাগত জানাতে রাজ্য নেতাদের পাশাপাশি বিমানবন্দরের বাইরে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকরা। লাল-সাদা শাড়ি পরিহিত মহিলা ঢাকির দলকেও দেখা ভিড়ে। কেউ বাজাতে থাকেন কাঁসর। বিমান বন্দর থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য নিজের কনভয় থামান শাহ। গাড়ি থেকে বেরিয়ে সর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এর পর তাঁর কনভয় সোজা চলে যায় বাইপাসের ধারের হোটেলের উদ্দেশে। রাতে সেখানেই থাকবেন শাহ। রবিবার সকাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
জানা যাচ্ছে, সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক জমায়েত রয়েছে। সেখানে বিজেপির সাংসদ, বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি থাকবেন মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা। ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন অনুমান করা হচ্ছে এই বৈঠক থেকে যুদ্ধের রণকৌশল সাজিয়ে দেবেন শাহ। এছাড়া রাজাহাটের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহের। সেখানে সিএফএসএলের নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও এই সফরে অমিত শাহের কর্মসূচি নিয়ে বিশেষ কিছু প্রকাশ করা হয়নি রাজ্য বিজেপির তরফে। সমস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় বিএসএফের বিমানে দিল্লি ফিরবেন শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.