Advertisement
Advertisement
Justice Abhijit Ganguly

শিক্ষকদের লাঠিপেটার প্রতিবাদ! মমতাকে লেখা চিঠি ছিঁড়লেন অভিজিৎ, ব্রাত্যর সঙ্গে সাক্ষাতেও ‘না’

দু'দিনের মধ্যে যোগ্য-অযোগ্য আলাদা তালিকা প্রকাশ না করলে..., হুঁশিয়ারি অভিজিতের।

BJP MP and former Justice Abhijit Ganguly criticizes Bengal government over SSC Scam
Published by: Subhajit Mandal
  • Posted:April 9, 2025 2:28 pm
  • Updated:April 9, 2025 6:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের মধ্যে যোগ্য-অযোগ্য আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে। ব্রাত্য বসুর সঙ্গে প্রস্তাবিত সাক্ষাতেরও আর কোনও অর্থ নেই। ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে চাকরি বাতিল ইস্যুতে রণং দেহী মেজাজে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসিকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নিজের হাতে ছিঁড়ে ফেললেন তিনি। 

Advertisement

একদিন আগে ‘সদিচ্ছা’ দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। দরকারে রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য অযোগ্য আলাদা করতে রাজ্য সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজের প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু একদিন বাদেই সিদ্ধান্ত বদল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি জানিয়ে দিলেন, রাজ্য সরকার যেভাবে শিক্ষকদের উপর লাঠি চালাল তার পর আর সদিচ্ছা দেখানোর জায়গা নেই। এরপর অন্যরকম আন্দোলনের পথ দেখতে হবে। 

আসলে বুধবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তখনই জেলায় জেলায় ডিআই অফিস অভিযান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা। কোথাও কোথাও চাকরিহারাদের উপর লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে। সেই ঘটনা তুলে ধরেই অভিজিৎ দাবি করলেন, “এই সরকারের চাকরি ফেরত দেওয়ার সদিচ্ছাই নেই। সদিচ্ছা থাকলে চাকরিহারাদের সঙ্গে এমন আচরণ করত না প্রশাসন।” অভিজিৎবাবুর বক্তব্য, “সরকার যখন সদিচ্ছা দেখাচ্ছে না, তখন আমাদের তরফেও সদিচ্ছা দেখানোর মানে হয় না। যে চিঠি নিয়ে আমার ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল, সেই চিঠি নিয়ে আমি আর বিকাশ ভবনে যাব না। যারা এভাবে শিক্ষকদের লাঠিপেটা করে, তাঁদের সঙ্গে আলোচনার কোনও অর্থ নেই।” এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। 

এদিন সকালে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর অভিজিৎবাবু বলেন, “আমরা আধঘণ্টার উপরে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সিবিআইয়ের থেকে পাওয়া মিরর ইমেজে থেকে ওএমআর শিট পাবলিশ করতে বলেছি। উপযুক্ত আইনি পদক্ষেপ করতে বলেছি। যাঁদের জীবন-মরন সমস্যা তাঁদের স্বার্থ যাতে সুরক্ষিত করা যায় সেটা দেখার কথা বলেছি। উনি শুনেছেন। ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। কিন্তু সেটা যদি না করা হয় তাহলে আমরা বড়সড় আন্দোলনে নামব।” অভিজিৎবাবু জানিয়ে দিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যে যদি পর্ষদ যোগ্য-অযোগ্য আলাদা করে নতুন তালিকা প্রকাশ না করে, তাহলে শনিবার থেকে তীব্র আন্দোলনে নামবেন তিনি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ