Advertisement
Advertisement

Breaking News

Swasthya Bhawan

ফের স্বাস্থ্যভবনে হুমকি ইমেল, বিকেল পাঁচটায় বিস্ফোরণের হুঁশিয়ারি! জোরকদমে চলছে তল্লাশি

সোমবারের পর মঙ্গলবারেও হুমকি ইমেল।

Bomb threat at Swasthya Bhawan for two consecutive days

ফাইল ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:May 27, 2025 1:17 pm
  • Updated:May 27, 2025 2:38 pm   

বিধান নস্কর, বিধাননগর: সোমবারের পর মঙ্গলবার। ফের স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) হুমকি ইমেল। ভবনে রাখা বোমায় বিকেল পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটবে বলে ইমেলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরই স্বাস্থ্যভবনে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। জোরকদমে চলছে তল্লাশি।

Advertisement

মঙ্গলবার সকালে হুমকি ইমেল পাওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যভবনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর থানায়। খবর যায় বম্ব স্কোয়াডেও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি। নিয়ে আসা হয়েছে পুলিশি কুকুর। এখনও তল্লাশি চলছে। তবে বোমা জাতীয় এখন কিছু মেলেনি বলেই খবর। কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। বম্ব স্কোয়াড তল্লাশি চালানোর পাশাপাশি, ওই ইমেল কে পাঠাল তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।  

আজকের আগে সোমবার সকালেও হুমকি ইমেল আসে স্বাস্থ্যভবনে। সেখানে বলা হয়,  ৪টি আইইডি দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যভবনে থাকা কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো ইমেল আইডি থেকে ওই ইমেলটি করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে ছড়িয়েছে আতঙ্ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ