গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল বেলাগাম সন্ত্রাস করেছে বলেই অভিযোগ বিরোধীদের। মহিলা প্রার্থীরাও হেনস্তার শিকার হয়েছেন বলেই দাবি গেরুয়া শিবিরের। দিনকয়েক আগে সেকথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীদের হেনস্তার অভিযোগের জল এবার গড়াল কলকাতা হাই কোর্টেও। সোমবার ওই মামলায় দুই প্রার্থীকে পুলিশ এসকর্ট দিয়ে বাড়ি পাঠানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
সোমবার প্রধান বিচারপতির এজলাসে আসেন হাওড়ার দুই বিজেপি প্রার্থী। তাঁদের দাবি, ৮ জুলাই ভোটগ্রহণ এবং ১১ জুলাই ভোটের ফলাফল প্রকাশের দিন তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের হেনস্তা করে বলেই অভিযোগ। এদিন হাই কোর্টে তাঁদের হয়ে সওয়াল করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নিরাপত্তার অভাববোধ করছেন বলেই জানান তাঁরা।
সওয়াল জবাব শেষে হাই কোর্ট ওই দুই বিজেপি প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। তাঁদের নিরাপত্তায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে রাজ্যকে নজর রাখতে হবে বলেও জানায় হাই কোর্ট। তবে বিচারপতি জানান, এই মামলার এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.