Advertisement
Advertisement
Calcutta high court

রাজারহাটে জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ! স্থগিতাদেশ হাই কোর্টের

বিএলআরওকে এক মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে আদালত।

Calcutta high court orders stay on illegal construction in Rajarhat

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 15, 2025 1:22 pm
  • Updated:April 15, 2025 3:23 pm   

গোবিন্দ রায়: কলকাতার উপকণ্ঠে ফের জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ উঠল এক সংস্থার বিরুদ্ধে। মামলার জল গড়ায় আদালতে। তাতেই অবিলম্বে সেই নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছে কলতাকা হাই কোর্ট। সঙ্গে বিএলএলআরওকে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

Advertisement

রাজারহাট থানা এলাকার ফয়রা ভবনের কাছে একটি পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের কাজ চালাচ্ছিল স্থানীয় একটি নির্মাণকারী সংস্থা। যা নিয়ে প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি হাই কোর্টে মামলা দায়ের করেন। সেই শুনানিতে বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিএলআরওকে এক মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে আদালত। তাঁর আইনজীবী অনুশিকা ভারতী বলেন, “রাজ্য পুরসভা আইন অনুযায়ী জলাশয় ভরাট করা বেআইনি। সেখানে একটা আস্ত পুকুর বুজিয়ে নির্মাণ কাজ চলছিল। সম্প্রতি জলাজমি বুজিয়ে নির্মাণ করায় একধিক বহুতল ভেঙে পড়ার উদাহরণ রয়েছে।” আদালতে পুরসভাও জানায়, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তদন্ত করে পুরসভায় রিপোর্ট দেবে।

সম্প্রতি কলকাতা ও আশেপাশের বেশ কয়েকটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসে। তার আগে বেশ কয়েকটি নির্মীয়মাণ নির্মাণও ভেঙে পড়ে। তারপরই কোনও রকম আপস না করে একাধিক কঠোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। পাশাপাশি রাজ্যের সব পুরসভাকেও কঠোর হতে বলা হয়। তবে জলাভূমি বুজিয়ে নির্মাণ ফের প্রশ্ন উঠছে। এবার কঠোর সিদ্ধান্ত নিল হাই কোর্ট। পুরসভা তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ