Advertisement
Advertisement

Breaking News

Culcutta HC

নির্দেশের পরও মুক্তি পাচ্ছে না কয়েদিরা! বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে অবমাননার মামলা

আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানি।

Case against Judicial secretary on not releasing prisoners despite orders in Culcutta HC

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 15, 2025 12:37 pm
  • Updated:June 15, 2025 12:37 pm   

গোবিন্দ রায়: স্টেট সেনটেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পরও মুক্তি দেওয়া হচ্ছে না কয়েদিদের! এই অভিযোগ তুলেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক কয়েদি। এই সংক্রান্ত মামলায় বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলেন উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

Advertisement

হুগলির সংশোধনাগারে ২০ বছর ধরে বন্দি এক কয়েদি। সম্প্রতি স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড তাঁকে মুক্তির নির্দেশ দেয়। তারপরেও বিচারবিভাগীয় দপ্তর সেই নির্দেশ কার্যকর করেনি বলেই অভিযোগ তুলেছে ওই কয়েদি। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় হুগলির বন্দি। দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। এই মামলাতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য অবমাননার মামলা গ্রহণ করেছেন।

আবেদনকারীর আইনজীবী সম্পূর্ণা ঘোষ বলেন, “এরকম বহু কয়েদি রয়েছেন যাঁদের রিভিউ রিপোর্ট ভালো। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসআরবি বিচারবিভাগীয় দপ্তরকে রেমিশন রিপোর্ট দিতে বলে। এক বছর পেরোলেও তা হয়নি।” সেই জন্য মামলা দায়ের হয়েছে। আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলেবন্দি থাকা কয়েদিদের আচরণ বিবেচনা করে তাদের সাজা শেষ হওয়ার আগে জেলমুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়। সব দিক বিবেচনা করে তাদের ছাড়া বা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সুপারিশ করে স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড। কিন্তু হুগলির এই বন্দির ক্ষেত্রে তাকে ছাড়ার অনুমতি মিললেও মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ