Advertisement
Advertisement

Breaking News

Metro

ব্লু লাইনের সঙ্গে নতুন ৩ রুটের বিস্তর ফারাক, ঘুরপথে মেট্রোর ভাড়াবৃদ্ধি?

ব্লু লাইনে শেষ ভাড়া বেড়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।

Check the list of Kolkata's three new metro route fare
Published by: Sayani Sen
  • Posted:August 24, 2025 12:11 pm
  • Updated:August 24, 2025 12:11 pm   

নব্যেন্দু হাজরা: শুক্রবার উদ্বোধন হয়েছে মেট্রোর তিনটি সম্প্রসারিত রুট। হাওড়া-সেক্টর ফাইভযাত্রী পরিষেবা তো শুরুও হয়ে গিয়েছে। কিন্তু হলে কী হবে, ভাড়ার তালিকা দেখে চক্ষু চড়কগাছ যাত্রীদের। দেখা যাচ্ছে, পুরনো মেট্রোর থেকে অনেকটাই বেশি ভাড়া নয়া মেট্রোয়। তাও দু-এক টাকা নয়, একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে বহু দূরত্বের ভাড়া। তুলে দেওয়া হয়েছে ১৫ এবং ২৫ টাকার স্ল্যাব। ফলে যে দূরত্ব কলকাতা মেট্রোর ব্লু লাইনে যেতে ১৫ টাকা লাগে সেই একই দূরত্ব ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যেতে লেগে যাচ্ছে ৩০ টাকা। কিলোমিটার ধরে যে ভাড়ার তালিকা কলকাতা মেট্রোর রয়েছে, তার সঙ্গে নতুন তিন মেট্রোপথের ভাড়ার বিস্তর ফারাক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেট্রোর উদ্বোধনের সঙ্গে কি ঘুরপথে আসলে যাত্রীভাড়া বাড়িয়ে নিল মেট্রো। সবকটি মেট্রোর একই পরিচালন ব্যবস্থা হওয়া সত্ত্বেও এক এক রুটের এক একরকম ভাড়া কেন?

Advertisement

কলকাতা মেট্রোয় ১০০ টাকা আয় করতে এখনও প্রায় ২৫০ টাকার কাছাকাছি খরচ। ফলে অপারেশন রেশিও কম করাই মূল লক্ষ্য কর্তৃপক্ষের। কিন্তু ভাড়া না বাড়ালে তা হচ্ছে না বলেই দাবি আধিকারিকদের। ব্লু লাইনে শেষ ভাড়া বেড়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। যা এখনও চলছে। তাতে ০-২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৫ টাকা, ২-৫ কিলোমিটার ১০ টাকা, ৫ থেকে ১০ কিলোমিটার ১৫ টাকা, ১০ থেকে ২০ কিলোমিটার ২০ টাকা এবং সর্বশেষ ধাপে অর্থাৎ ২০ কিলোমিটারের পর ভাড়া ২৫ টাকা। ব্লু লাইনের কলকাতা মেট্রোর যে ভাড়ার তালিকা রয়েছে, তাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ৩২.৩৩ কিলোমিটার মেট্রোপথের ভাড়া ২৫ টাকা। তাতে রয়েছে ২৬টা স্টেশন। অথচ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মাত্র ১৬.৫ কিলোমিটারের ভাড়াই ৩০ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১০ কিলোমিটার পার করলেই ভাড়া হয়ে যাচ্ছে ৩০ টাকা।

যেমন হাওড়া থেকে বেঙ্গল কেমিক্যাল স্টপেজ গেলেই ৩০ টাকা ভাড়া। নয়া মেট্রোর প্রথম ২ কিমি-র ভাড়া ৫ টাকা রাখা হলেও এরপর যথাক্রমে ২ থেকে ৫ কি.মি তে ভাড়া ১০ টাকা, এবং ৫-১০ কিমি ২০ এবং ১০-২০ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা ধার্য হয়েছে। অর্থাৎ ১৫ এবং ২৫ টাকার যে স্ল্যাব ছিল, সেটাই তুলে দেওয়া হয়েছে। যেমন বিমানবন্দর থেকে নোয়াপাড়ার ভাড়াই হয়ে যাচ্ছে ২০ টাকা। অথচ দূরত্ব মাত্র সাত কিলোমিটার। আর বরানগর গেলেই যেহেতু দূরত্ব ১০ কিলোমিটার পার করে যাচ্ছে, তাই ভাড়া হয়ে যাচ্ছে ৩০ টাকা। অনেকেই বলছেন, নতুন তিন পথেই এক ধাক্কায় অনেকটা ভাড়া বাড়িয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। আগামিদিনে হয়তো ব্লু লাইনকেও আচমকাই নতুন মেট্রোর ভাড়ার স্ল্যাবে ফেলে দেওয়া হবে। ফলে কোপ পড়বে সাধারণ মানুষের পকেটে। নয়া মেট্রোর সর্বোচ্চ ভাড়া রয়েছে ৭০ টাকা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, মেট্রোর অপারেশন রেশিও না কমালে ভালো পরিষেবা মিলবে কী করে! তাছাড়া ব্লু লাইনের ভাড়া দীর্ঘ ৬ বছর বাড়েনি। নতুন মেট্রো চালুর পরই তো আর ভাড়া বাড়াতে পারে না। তাই নয়া ভাড়ার তালিকা তৈরি করা হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ