Advertisement
Advertisement
Maa Flyover

ফের ভিলেন চিনা মাঞ্জা! মা উড়ালপুলে বরাতজোরে বাঁচলেন বাইক আরোহী

নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

'China manja' menace on Maa Flyover, rider injured। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 3, 2023 12:56 pm
  • Updated:October 3, 2023 12:56 pm  

নিরুফা খাতুন: ফের চিনা মাঞ্জায় বিপদ মা উড়ালপুলে। বাইক নিয়ে যাওয়ার সময় গলায় সুতো আটকে আহত হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা। হেলমেট থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন সেই ব্যক্তি। শহরের বিভিন্ন উড়ালপুলে জালের মতো বিছানো চিনা মাঞ্জা যেন আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে বাইক চালকদের কাছে। 

Advertisement

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। জানা গিয়েছে, পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ এদিন বাইক নিয়ে মা উড়ালপুল (Maa Flyover) হয়ে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। আচমকাই তিনি খেয়াল করেন গলায় কিছু একটা টান পড়ছে। এর পরই বাইক থেকে ছিটকে পড়েন আরিফ। বুঝতে পারেন গলায় চিনা মাঞ্জাই জড়িয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আরিফের মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। তাঁর চোট গুরুতর নয়। 

[আরও পড়ুন: মা ফ্লাইওভারে দুর্ঘটনা থেকে শিক্ষা, কলকাতার ৪৫ টি জায়গায় সিসিটিভির সফটওয়্যার আপডেট]

প্রসঙ্গত, মা উড়ালপুলে চিনা মাঞ্জা জড়িয়ে আহত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার মা ফ্লাইওভারে এমন ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বাইক আরোহীরা। তবে শুধু এই উড়ালপুলেই নয়, শহরের বিভিন্ন জায়গায় জালের মতো বিছিয়ে রয়েছে চিনা মাঞ্জা। গত মাসেই শ্রীরামপুর স্টেশনের উপরের ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদার। সেই সময় চিনা মাঞ্জায় নাক এবং চোখেও আঘাত পান তিনি।  

উল্লেখ্য, নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও চলছে দেদার বিক্রিবাটা। আগেই শহরের একাধিক রাস্তা বিশেষত উড়ালপুলগুলোতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। নজরদারির ফাঁক গলে চিনা মাঞ্জায় দুর্ঘটনায় আশঙ্কায় ভুগছেন বাইকচালকরা। 

[আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ করে ধর্মান্তকরণ, পরে বিয়ে! হাই কোর্টে চাঞ্চল্যকর মামলা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement