গোবিন্দ রায়: উত্তরবঙ্গে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হওয়া শুধু সময়ের অপেক্ষা! সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে হাই কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা। এছাড়াও কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী থাকছেন তালিকায়। সব মিলিয়ে সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে ‘চাঁদের হাট’ বসতে চলেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনি মহলের ও প্রশাসনিক মহলের সবোর্চ্চ কর্তারা। নিরাপত্তা বেষ্টনী মুড়ে ফেলা হবে গোটা এলাকা। ভিভিআইপিদের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তা খতিয়ে দেখতে রাজ্য প্রশাসনের সবোর্চ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। হাই কোর্ট সূত্রের খবর, শুক্রবার রাজ্যের সঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্ব ও অন্য সাত বিচারপতির উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয় হাই কোর্টে। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেই অর্থ, পূর্ত সচিব উপস্থিত ছিলেন। ছিলেন এডিজি আইন শৃঙ্খলাও। সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে আমন্ত্রিতদের প্রায় সকলেই থাকবেন কড়া নিরাপত্তা বলয়ে। একথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ৮ মে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর জমি হস্তান্তর করা হয়। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন স্থায়ী পরিকাঠামোর ভবন ও জমির ডিড হস্তান্তর করেছিলেন। সেই থেকে একাধিকবার সার্কিট বেঞ্চের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রধান বিচারপতি। প্রশাসনিক সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে পাহাড়পুরে প্রায় ৫৩ একর জমিতে পাঁচতলার এই ভবন তৈরি হতে রাজ্যের খরচ হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা। এই ভবনে থাকছে ১৩টি এজলাস। যার মধ্যে থাকছে প্রধান বিচারপতি বেঞ্চ, এছাড়াও পাঁচটি ডিভিশন এবং সাতটি সিঙ্গেল বেঞ্চ বসার পরিকাঠামো। পাশেই প্রধান বিচারপতি-সহ সার্কিট বেঞ্চের বিচারপতিদের আবাসন হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গড়া হবে আলাদা পুলিশ স্টেশনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.