Advertisement
Advertisement

হোটেলে ডেকে চিত্রগ্রাহকের ৬ লাখ টাকার ক্যামেরা-লেন্স চুরি ‘ক্লায়েন্টে’র! অভিযোগ দায়ের বেলেঘাটায়

খতিয়ে দেখা হচ্ছে হোটলটির সিসিটিভি ফুটেজ, রেজিস্ট্রার।

Client accused of stealing camera worth 6 lakh from photographer in Beleghata

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 5, 2025 2:13 pm
  • Updated:June 5, 2025 2:13 pm   

অর্ণব আইচ: হোটেলে ডেকে এক চিত্রগ্রাহকের ৬ লাখ টাকার ক‌্যামেরা চুরি করে পালাল ‘ক্লায়েন্ট’। ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার বেলেঘাটার একটি হোটেলে। তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটলটির সিসিটিভি ফুটেজ, রেজিস্ট্রার।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই চিত্রগ্রাহক হুগলির চুচুঁড়ার বাসিন্দা। এক বন্ধুর মাধ‌্যমে তিনি কলকাতার ‘ক্লায়েন্টে’র সন্ধান পান। ওই ব‌্যক্তি তাঁকে বেলেঘাটা এলাকায় ই এম বাইপাসের কাছে একটি বিলাসবহুল হোটেলে ডেকে পাঠায়। চিত্রগ্রাহককে বলা হয় ওই হোটেলে একটি অনুষ্ঠানের ছবি তাঁকে তুলতে হবে। দু’দিন সেই অনুষ্ঠান চলবে। পারিশ্রমিক হিসাবে তাঁকে ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে স্থির হয়।

চিত্রগ্রাহক ওই হোটেলে পৌঁছলে বিনীত শর্মা নামে এক ব‌্যক্তি তাঁর সঙ্গে দেখা করে হোটেলের একটি রুমে নিয়ে যায়। তাঁকে বসতে বলে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যান বলে দাবি। চিত্রগ্রাহকের সঙ্গে ছিল ক্যামেরা ও ছবি তোলার কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম। তা নিয়ে চিত্রগ্রাহক দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও বিনীত আসেননি বলে জানিয়েছেন চিত্রগ্রাহক। ওই ব‌্যক্তি তাঁকে ফোন করে বলে, সে বিশেষ কাজে কাছেই একটি পাঁচতারা হোটেলে গিয়েছে। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে। চিত্রগ্রাহক রুমের ভিতর তাঁর ব‌্যাগ রেখে ওই পাঁচতারা হোটেলে যান। কিন্তু সেখানেও কারও দেখা না পেয়ে বেলেঘাটার ওই রুমে ফিরে আসেন।

হোটেলে ফিরে দেখেন তাঁর ব্যাগ উধাও! ঘরের চারিদিকে খুঁজেও সেই ব্যাগ মেলেনি। তিনি পুরো হোটেল ঘুরে ব‌্যক্তিটির সন্ধান না পেয়ে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানিয়েছেন তাঁর ব্যাগে ক‌্যামেরা, একাধিক লেন্স, ল‌্যাপটপ, আলো ও আরও কিছু যন্ত্র। যার মূল প্রায় ৬ লাখ টাকা। হোটেলের সিসিটিভির ফুটেজ ও রেজিস্ট্রার খাতা দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ